আন্তর্জাতিক ডেস্ক: বাথরুমে পরার এক জোড়া স্যান্ডেলের দাম ৯ হাজার! শুনে অবাক হওয়ারই কথা। আর এই স্যান্ডেল বাজারে আনছে নামী ফ্যাশন ব্র্যান্ড ‘হুগো বস’। নীল রঙা ফ্লিপ-ফ্লপ এক জোড়া জুতোর মূল্য পড়বে ৮ হাজার ৯৯০ রুপি। বাংলাদেশি মুদ্রায় ১১ হাজার টাকার বেশি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এই নীল চপ্পল। ‘দেশি চপ্পল’ বা বাথরুমে ব্যবহারের স্যান্ডেলের সঙ্গে অদ্ভুত মিল রয়েছে এর। দুই ফিতার এই স্যান্ডেলের ছবি টুইটারে পোস্ট হওয়ার পর রিটুইট করছেন অনেকে। সঙ্গে জুড়ে দিচ্ছেন টীকা টিপ্পনী সংবলিত মজার সব ক্যাপশন।
কেউ বলছেন, তাঁরা এমন এক জোড়া জুতার জন্য ১৫০ রুপির বেশি দেবেন না। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘প্যারাগনের ১০০ টাকার চপ্পল এর চেয়ে ভালো।’ একজন মজা করে লিখেছেন, ‘বাথরুমের চপ্পল বাইরে রোদ পোহাচ্ছে।’ অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, ‘বন্ধুরা, এটি বাথরুমের স্লিপার।’ আরেকজন লিখেছেন, ‘ছোট শহরগুলোর সাপ্তাহিক বাজারে, লোকেরা ৫০ টাকায় পাবে এই স্যান্ডেল।’
এর আগে আরেক ফ্যাশন ব্র্যান্ড ব্যালেন্সিয়াগা ১৮০০ ডলার মূল্যের ট্র্যাশ ব্যাগ (ময়লা ফেলার ব্যাগ) বাজারে আনে। এটি লঞ্চের আগে রীতিমতো ফ্যাশন শোর আয়োজন করা হয়। নীল, হলুদ, কালো ও সাদা—এই চার রঙের ট্র্যাশ ব্যাগ আনে ব্র্যান্ডটি। ব্যাগের সামনের দিকে ব্যালেন্সিয়াগার লোগো রয়েছে।
মায়ের বিরুদ্ধে লজেন্স চুরির অভিযোগ করতে থানায় হাজির ৩ বছরের শিশু!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।