বাদাম বিক্রেতা শাহু ৫০০ কোটি টাকার মালিক

জুমবাংলা ডেস্ক : কখনো ভবঘুরে, কখনো আবার টোকাই নামে পরিচিত ছিলেন। একসময় রাস্তায় বাদাম বিক্রি করতেন। কাজ করতেন অন্যের জমিতে। পড়ালেখা না করায় স্বাক্ষর করতে শেখেননি।সেই তিনি জমির দালালি করতে গিয়ে হাতে যেন পেয়ে যান আলাদিনের চেরাগ। টাকার জোরে তিনবার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। নির্বাচনে কেউ ভোট দিতে না চাইলে তার পরিবারে নেমে আসত অত্যাচার-নির্যাতনের খড়্গ। … Continue reading বাদাম বিক্রেতা শাহু ৫০০ কোটি টাকার মালিক