লাইফস্টাইল ডেস্ক: আমরা সবাই জানি, বাদুড় কোন পাখি না, আবার কোন কীটপতঙ্গও না। বাদুড় হচ্ছে একমাত্র স্তন্যপায়ী প্রাণী যারা উড়তে পারে। স্তন্যপায়ী প্রাণীদের শরীরের গঠন উড়ার মত উপযোগী হয় না। কিন্তু বাদুর যেহেতু উড়তে পারে, তাই ধারণা করা যায় যে বিবর্তন এমনভাবে হয়েছে যাতে স্তন্যপায়ী প্রাণী হওয়া সত্ত্বেও তার যে শারীরিক সমস্যা আছে, সেগুলো সে কাটিয়ে উঠতে পারে।
সাধারণত পাখিরা মোটামুটি দাঁড়ানো অবস্থায় উঠতে পারে কিন্তু বাদুড় সেটা পারে না। বাদুড়ের পায়ের গঠন পরিপূর্ণ নয়। তাই এই প্রাণীটি দাঁড়াতে পারে না। স্তন্যপায়ী প্রাণীদের শরীর সাধারণত ভারী হয়, তাই বাদুড়ের ওজন স্বাভাবিকভাবেই বেশি। এইজন্য বাদুড়কে যদি মাটিতে ছেড়ে দেওয়া হয় তাহলে সে শুধু তার ডানা ঝাপটাবে, কিন্তু উড়ে যেতে পারবে না।
বাদুড়কে যদি কোনও কিছুর উপর থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে সে স্বাভাবিকভাবেই উড়তে পারে। কিন্তু সমস্যা হচ্ছে তার শুরুটা। যেহেতু সে নিজের পায়ে ভর দিয়ে মাটি থেকে উঠতে পারে না।
এই কারণেই তারা এমন বৈশিষ্ট্য নিয়ে জন্ম নিয়েছে যাতে তারা ভূমির উপরে কিছু একটাতে ঝুলে থাকতে পারে এবং যখন ওড়ার প্রয়োজন হবে তখন সে ঝুলন্ত অবস্থা থেকে উড়তে শুরু করবে।
সিলিং ফ্যানে তিনটি ব্লেড থাকে কেন? বেশিরভাগ মানুষই বলতে পারেন না
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।