১০ উইকেট নিয়ে ইতিহাস গড়েও পরের ম্যাচে বাদ এজাজ

স্পোর্টস ডেস্ক: ইতিহাসের পাতায় নিজের নাম তুলেছেন নিউজিল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল। এ মাসের শুরুতে মুম্বাইয়ে ভারতের বিপক্ষে টেস্টের এক ইনিংসে ১০ উইকেট নেয়ার অনন্য নজির গড়েছিলেন তিনি। আর সেই প্যাটেলকে বাদ দিয়েই বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ইনজুরির কারণে সিরিজে খেলবেন না নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। দলকে নেতৃত্ব দিবেন টম লাথাম।

ফাইল ছবি

ভারতের বিপক্ষে প্রথম টেস্টে খেললেও কনুইর ইনজুরির কারণে মুম্বাইয়ে খেলেননি উইলিয়ামসন। ঐ টেস্টেই বিশ্বের তৃতীয় বোলার হিসেবে টেস্টের এক ইনিংসে ১০ উইকেট নিয়ে রেকর্ড গড়েন প্যাটেল। রেকর্ড গড়া সেই প্যাটেলকে দলে নেয়নি নিউজিল্যান্ড।  দলে আছেন  একমাত্র স্পিনার রাচিন রবীন্দ্র। ভারতের বিপক্ষে দুই ম্যাচে মাত্র ৩ উইকেট নিয়েছিলেন রবীন্দ্র। প্যাটেল নিয়েছিলেন ১৭ উইকেট।

এজাজের বাদ পড়ার কারণটা ব্যাখা করে  কিউই প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, ‘ভারতের মাটিতে রেকর্ড গড়া বোলিং করেছে এজাজ। তবে আমরা সব সময় যেখানে যাকে প্রয়োজন এমন নির্বাচন নীতিই প্রয়োগ করি। বাংলাদেশের বিপক্ষে দেশের মাটিতে আমরা যেভাবে খেলতে চাই, আমরা বিশ্বাস করি এজন্য সবচেয়ে মানানসই খেলোয়াড়দের নির্বাচন করা হয়েছে।’

তবে ঘরের মাঠে এজাজের পারফরমেন্স মোটেও ভালো নয়। ৩ টেস্টে ৪৯ ওভার বল করেও উইকেটশুন্য তিনি।

ঘরের মাঠের কন্ডিশনের কথা বিবেচনা করে স্বাভাবিকভাবে দলে পেসারের আধিপত্য বেশি। ট্রেন্ট বোল্ড-টিম সাউদির সাথে আছেন কাইল জেমিসন, নিল ওয়াগনার, হেনরি নিকোলস ও ম্যাট হেনরি। বায়ো-বাবলের জন্য ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না বোল্ট। বাংলাদেশের বিপক্ষে ফিরেছেন তিনি। বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেননি ওয়াগনার।

ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ডেভন কনওয়ে। গত নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেমি-ফাইনালে আউট হয়ে মেজাজ হারিয়ে ব্যাটে আঘাত করে হাত ভেঙেছিলেন তিনি। এতে বিশ^কাপের ফাইনাল ও ভারতের বিপক্ষে সিরিজে খেলতে পারেননি কনওয়ে।

আসছে নতুন বছর ২০২২ সালের প্রথম দিনই শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট। ভেন্যু- মাউন্ট মঙ্গানুই। ৯ জানুয়ারি থেকে ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য নিউজিল্যান্ড দল : টম লাথাম (অধিনায়ক), ডেভন কনওয়ে, উইল ইয়াং, রস টেইলর, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), রাচিন রবীন্দ্র, কাইল জেমিসন, টিম সাউদি, নিল ওয়াগনার, ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্ট।