বন্যাদুর্গতদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছেন দেশের সকল শ্রেণি-পেশার মানুষ। বানভাসিদের পাশে দাঁড়াতে দুর্গত এলায় ছুটে গেছেন ‘মিস ওয়ার্ল্ড’জয়ী মডেল-অভিনেত্রী রাফাহ নানজিবা তোরসা।
বন্যার্তদের সহায়তায় দল নিয়ে চট্টগ্রামের ফটিকছড়ির প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ বিতরণ করছেন এই অভিনেত্রী। দিচ্ছেন শুকনো খাবার, কাপড়, পানি এবং ওষুধ। তবে তার দলের অন্যান্য সদস্য ফেনী ও নোয়াখালীতে গত দুই দিন ধরে কাজ করছেন বলে জানান তিনি। আজ থেকে তারা চট্টগ্রামের কয়েকটি উপজেলায় বানভাসিদের দুয়ারে খাবার পৌঁছে দিচ্ছেন।
বন্যাকবলিত এলাকা থেকে তোরসা বলেন, আমরা ভয়ঙ্কর সময় পার করছি। স্বাধীনতা পাওয়ার চেয়ে রক্ষা করা অনেক কঠিন। ভারত পানি ছাড়ার বিষয়টি আগে থেকে জানালে সবাই সতর্ক থেকে মেকাবেলার প্রস্তুতি নেয়া যেত। তিস্তার বাঁধ নিয়ে বছরের পর বছর আমরা ভোগান্তির শিকার। কিন্তু আমাদের দমানো যাবে না। যে কোনো দুর্যোগ আমরা হাসিমুখে প্রতিহত করতে পারি।
তিনি আরও বলেন, এই মুহূর্তে হালদার কাছাকাছি অবস্থান করছি। যেখানে গাড়ি যাওয়ার সুযোগ নেই। একেবারে ভেতরে কিছু মানুষ আটকে আছে। আমরা তাদের জন্য কিছু করার চেষ্টা করছি। আশা রাখছি, অচিরেই আমরা এ পরিস্থিতি কাটিয়ে উঠতে পারব। উপদেষ্টাদের কাছে অনুরোধ থাকবে তিস্তার বাঁধে নজর দেয়ার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।