বিনোদন ডেস্ক: শুটিং করতে গিয়ে বানরের কামড়ে আহত হয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা তমা মির্জা। আজ বুধবার দুপুরে রাজধানীর শেরেবাংলানগর এলাকার একটি বস্তিতে শুটিং করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর সাময়িক শুটিং বন্ধ রাখা হয় এবং এই নায়িকাকে পাশেরই একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা নেওয়ার পর এখন আশঙ্কামুক্ত রয়েছেন তমা।
এখন তমাকে পুরো বিশ্রামে থাকতে বলা হয়েছে।
ঘটনা সম্পর্কে তমা নিজেই বলেন, ‘নিখোঁজ সংবাদ’ নামের একটি নাটকের শুটিং করছিলাম। এখানে বানরের খেলা দেখানোর একটি দৃশ্য ছিল। সেই দৃশ্যটিই ধারণের কাজ চলছিল, এমন সময় বানরটা হঠাৎ কামড় বসিয়ে দেয়। কিছু বোঝার আগেই কামড়ে ধরে রাখে, দীর্ঘ সময় ধরে বানরের দাঁত আলগা করা যাচ্ছিল না। ’
তমা আরো বলেন, ‘পরে বানরের মালিক বানরটিকে ছাড়িয়ে নেন। ততক্ষণে আমার হাত ক্ষত হয়ে রক্ত পড়ছে। বানরটির বয়স কম আর ভালোভাবে ট্রেনিং না করানোয় এমনটা করেছে বানরটা। এ ঘটনায় বেশ ভয় পেয়ে গিয়েছি। চিকিৎসা নিয়েছি, কিন্তু যন্ত্রণা রয়েছে। ’
বিশ্রামে থাকলেও আজ শুটিং করবেন বলে জানালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। বললেন, ‘এখন যদি শুটিং রেখে চলে যাই পরিচালকের ক্ষতি হয়ে যাবে। তাই কাজ চালিয়ে যাব। এখনো বানরের কিছু শট আছে। আল্লাহ আল্লাহ করে দৃশ্যগুলো পার করতে পারলেই হয়। ’
‘নিখোঁজ সংবাদ’ নামের এই নাটকে তমা মির্জার সঙ্গে অভিনয় করছেন অভিনেতা শ্যামল মাওলা।
‘আরেকটি বিয়ে করার প্ল্যান’? রণবীর কাপুরকে জড়িয়ে ধরলেন শ্রাবন্তী!
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.