জুমবাংলা ডেস্ক : বরিশালের বানারীপাড়ায় নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে উপজেলার সদর ইউনিয়নের আলতা গ্রামের বাবুল মিস্ত্রির ছেলে শোভন মিস্ত্রির (২২) বিরুদ্ধে।
এ বিষয়ে ভুক্তভোগী ওই ছাত্রীর মা বাদী হয়ে শুক্রবার (৪ এপ্রিল) রাতে বানারীপাড়া থানায় শোভনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে ওই ছাত্রীকে তার ভাড়াটিয়া বাসার সামনের পাকা রাস্তা থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে ঘুরতে যাওয়ার কথা বলে শোভন ইজিবাইকে তুলে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে দুপুর ১২টার পর থেকে ৪ এপ্রিল (শুক্রবার) বিকেল ৩টার আগ পর্যন্ত ধর্ষণ করে। পরে শুক্রবার বিকেল ৩টার দিকে ভুক্তভোগীকে তার বাসার সামনে ফেলে রেখে যায়।
মামলায় বাদী উল্লেখ করেন, শোভন স্কুলে যাওয়া-আসার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করাসহ কুপ্রস্তাব দিত। বৃহস্পতিবার সকাল ৯টায় তিনি তার ছেলে ও মেয়েকে পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের ভাড়া বাসায় রেখে কর্মস্থলে যান। বিকেল ৩টার দিকে মেয়েকে মুঠোফোনে কল দিলে জানায়, সে এক বান্ধবীর বাসায় রয়েছে।
বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা বলেন, ‘স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা নিয়ে ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগীকে বরিশাল শেবাচিম হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। মামলার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।