
জুমবাংলা ডেস্ক: বান্দরবানের লামা উপজেলায় আজ বন্যহাতির আক্রমণে হাজেরা বেগম (৪৬) নামের এক নারী রাবার শ্রমিক নিহত হয়েছেন। মৃত হাজেরা বেগম গরুরলোড়াপাড়ার বাসিন্দা মো. নুরুল আলমের স্ত্রী।
সূত্র জানায়, প্রতিদিনের মত আজ বুধবার সকাল ৭টার দিকে হাজেরা বেগম বাড়ির পাশে মোস্তফা রাবার বাগানে কাজ করতে যাচ্ছিলেন। কিছুদূর যাওয়ার পরে ওই উপজেলার আজিজনগর ইউনিয়নের পূর্বচাম্বী উউনিয়নের গরুরলোড়া পাড়ায় হাতির আক্রমণের শিকার হন হাজেরা বেগম । পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগাড়া উপজেলার পদুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক হাজেরা বেগমকে মৃত ঘোষণা করেন। এছাড়াও, হাতির দল স্থানীয় ফারুকের খামার বাড়ী ভাংচুর করে, সেই সাথে কৃষক আমির আলীর সৃজিত ফসলও নষ্ট করে ।
আজিজনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, এখনো হাতিগুলো এলাকায় অবস্থান করায় স্থানীয়রা আতঙ্কে আছেন। যে কোন মুহূর্তে তান্ডব চালিয়ে জান ও মালের ক্ষতিসাধন করতে পারে।
লামা বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়সার জানান, হাতির আক্রমণে নিহত হাজেরা বেগমের পরিবার ও ক্ষতিগ্রস্তদেরকে বন বিভাগের পক্ষ থেকে বিধি মোতাবেক ক্ষতিপূরণ দেওয়া হবে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।