জুমবাংলা ডেস্ক: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৩ পার্বত্য জেলায় ৬টি স্মার্ট ভিলেজ স্থাপন করা হবে। গতকাল বান্দরবান জেলায় প্রথম স্মার্ট ভিলেজ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বান্দরবান সদরের রেইচা থলিপাড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বান্দরবানের প্রথম স্মার্ট ভিলেজ কার্যক্রমের উদ্বোধন করেন।
এইসময় রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, উপ-সহকারী প্রকৌশলী সোমনাথ চৌধুরী, ৩নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাচ প্রু মার্মাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত জানান, তিন পার্বত্য জেলায় ৬টি স্মার্ট ভিলেজ স্থাপন করা হবে। বান্দরবানের রেইচা থলিপাড়া ও টংকাবতী ইউনিয়নের সাক্রয় পাড়াকে রিমোট ভিলেজ থেকে স্মাট ভিলেজ এ রুপান্তর করা হবে।
তিনি জানান, নতুন এই স্মার্ট ভিলেজ এ সুপেয় পানীয় জল সরবরাহ,পরিবেশ সুরক্ষায় গাছের চারা রোপন, যোগাযোগ ও পরিববহণ ব্যবস্থার উন্নয়ন,স্বাস্থ্য ও স্যানিটেশন নিশ্চিত করা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, বাজার সেড স্থাপন, ফুড ব্যাংক সৃজন করা হবে আর এর মাধ্যমে এলাকার জনগণের ব্যাপক উন্নয়ন সাধিত হবে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।