জুমবাংলা ডেস্ক : বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নে সাত বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে এক দোকানদারকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটক কাঞ্চন দাশ (৫৫) জামছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাঘমারা বাজার এলাকার গজেন্দ্র দাশের ছেলে।
বান্দরবান সদর থানা ওসি মাসুদ পারভেজ স্থানীয়দের বরাত দিয়ে জানান, সোমবার দুপুরে দিকে সাত বছর বয়সী এক শিশু কাঞ্চন দাশের চায়ের দোকানে নাস্তা কিনতে যায়। তিনি কৌশলে তাকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণ করে।
তিনি বলেন, শিশুটি কান্নাজড়িত অবস্থায় বাড়ি ফিরে তার মাকে বিষয়টি জানায়। পরিবারের পক্ষ থেকে সদর থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।
এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।