বিনোদন ডেস্ক : কপিল শর্মার জীবনে এবার নতুন কেউ আসতে চলেছে। কি অবাক লাগছে শুনতে? বিষয়টি খুলেই বলা যাক তাহলে।
সম্প্রতি কানাডায় ঘুরতে গিয়েছেন কপিল শর্মা এবং তাঁর স্ত্রী গিনি চাথরাথ। আর সেখানেই গিয়ে স্ত্রীর সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন কপিল। এরপরই জানা যায়, এবার নাকি বাবা-মা হতে চলেছেন কপিল-গিনি। আর সেই কারণেই অন্তঃসত্ত্বা স্ত্রীর ছবি এবার শেয়ার করেন নিজের সোশাল হ্যান্ডেলে।
জানা যাচ্ছে, মা হওয়ার আগে গিনিকে নিয়ে ‘বেবিমুন’-এ বেরিয়ে পড়েছেন টেলিভিশনের জনপ্রিয় মুখ। কানাডার কলম্বিয়া স্ট্রিটে তাঁদের হাত ধরে ঘুরতে দেখা যায়। কপিল-গিনির সেই ছবি প্রকাশ্যে আসতেই ছড়িয়ে পড়ে।
গত বছর ১২ ডিসেম্বর গিনি চাথরাথের সঙ্গে গাঁটছড়া বাঁধেন কপিল শর্মা। পাঞ্জাবে বিয়ে সারার পর সেখানেই বসে তাঁদের প্রথম রিসেপশনের আসর। এরপর মুম্বইতে ফিরে এসে ফের আরও একটি রিসেপশনের আয়োজন করেন কপিল শর্মা এবং গিনি চাথরাথ। কপিল শর্মার সেই রিসেপশনে হাজির হন রণবীর সিং এবং দীপিকা পাডুকনও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।