বিনোদন ডেস্ক: বলি টাউনে একাধিক অভিনেত্রীর লাস্যময়ী রূপের খোঁচাতে ক্লিন বোল্ড হয়ে যান লাখ লাখ নেটিজেন। তবে হটনেস দিয়ে ভক্তদের পাগল করে দেওয়ার ক্ষমতা রাখেন জনপ্রিয় অভিনেত্রী মালাইকা আরোরা। এই মালাইকা আরোরার সাথে অর্জুন কাপুর ২০১৮ সাল থেকে প্রেম বন্ধনে আবদ্ধ হয়েছেন। তার আগে মালাইকা আরবাজ খানের সাথে ১৯ বছরের বিবাহিত জীবন কাটিয়েছেন এবং তাঁদের একটি ১৮ বছরের ছেলে আছে। প্রায় ৫ বছর কেটে গিয়েছে সালমান খানের ভাই আরবাজ খানের সাথে বিবাহ বিচ্ছেদ হয়েছে মালাইকা আরোরার।
একটা সময় যুব সমাজের কাছে বলিউডের পারফেক্ট কাপেল ছিল এই মালাইকা আরোরা এবং আরবাজ খান। তবে ২০১৭ সালে যখন তারা নিজেদের বিবাহ-বিচ্ছেদের কথা ঘোষণা করেন তখন সকলেই অবাক হয়ে গিয়েছিল। তারপর অবশ্য একাধিকবার মিডিয়ার সম্মুখীন হয়ে একে অপরের প্রতি ক্ষোভ উগরে দিয়েছিলেন দুই তারকা। আরবাজ খান তো অন ক্যামেরা বলেছিলেন যে মালাইকাকে নিয়ে তিনি যেমন চিন্তাভাবনা করতেন তা সবটাই শেষ হয়ে গিয়েছে।
অন্যদিকে বিবাহ বিচ্ছেদের পর থেকে নিজের থেকে বয়সে অনেক ছোট অর্জুন কাপুরের সাথে সম্পর্কে জড়িয়েছেন মালাইকা। তবে পিছিয়ে নেই আরবাজ খানও। জানা গিয়েছে, মালাইকা আরোডার সাথে বিবাহ বিচ্ছেদের পর থেকে আরবাজ খান জর্জিয়া নামের একটি মেয়ের সাথে সময় কাটাচ্ছে। এই সম্বন্ধে তিনি নিজেই জানিয়েছেন, “আমি কোন ব্যাপার লুকিয়ে রাখতে চাই না। আমি বিনা দ্বিধায় মেনে নিয়েছি যে আমার জীবনের সাথে জর্জিয়ার জীবন যুক্ত হয়েছে। আমরা বর্তমানে খুব ভালো সময় কাটাচ্ছি।” এছাড়াও আরবাজ খান একবার জানিয়েছিলেন যে মালাইকার সাথে সম্পর্ক এক বিভীষিকা ছিল। জর্জিয়ার সাথে থেকে আমি খুবই খুশি। মালাইকা জর্জিয়ার মত আমাকে খুশি করতে পারত না।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.