আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সুপ্রিম কোর্টে বাবরি মসজিদ মামলার রায় দিতে রাজি হওয়ায় ভারতের মোদি সরকার বাবরি মসজিদ মামলার বিচারককে পুরস্কৃত করেছে। দেশটির সাবেক প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে আজ ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছে সরকার। বিস্ময়কর ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ভারতের মুসলমানরা ব্যাপক প্রতিবাদ জানিয়েছে।
এমনকি বিরোধী দল কংগ্রেসের ‘শেম শেম’ শ্লোগানের মধ্যেই সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি রঞ্জন গগৈ আজ রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন। মাস তিনেক আগে ভারতের সুপ্রিম কোর্ট হিন্দুত্ববাদী এবং ক্ষমতাসীন বিজেপি সরকারের প্রকাশ্য মদদে বাবরি মসজিদ মামলায় মুসলমানদের বিরুদ্ধে রায় দেয়। ওই রায়ে বলা হয়েছিল বাবরি মসজিদের ভূমি হিন্দুদের।
উত্তর প্রদেশ রাজ্যের ফয়েজাবাদ শহরের ওই বাবরি মসজিদের ভূমিতে হিন্দুরা রামমন্দির নির্মাণ করতে পারবে বলেও রায়ে উল্লেখ করা হয়। ১৯৯২ সালে ঐতিহাসিক বাবরি মসজিদ ক্ষমতাসীন বিজেপির মদদে উগ্র হিন্দুত্ববাদিরা ভেঙ্গে দেয়। ওই ঘটনায় অন্তত দুই হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
অবসর নেওয়ার পর রঞ্জন গগৈয়ের রাজ্যসভার সদস্য হওয়ার ঘটনাকে বিচার বিভাগের স্বাধীনতার ওপর মারাত্মক আঘাত বলে অভিহিত করছেন সমালোচকেরা। এদিকে, রঞ্জন গগৈয়ের নিয়োগকে সংবিধানের মৌলিক কাঠামোর ওপর মারাত্মক, অভূতপূর্ব ও ক্ষমাহীন আঘাত হিসেবে অভিহিত করেছে বিরো’ধী দল কংগ্রেস। সুপ্রিম কোর্টের কয়েকজন সাবেক বিচারপতিও এই নিয়োগের সমালোচনা করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।