বাবরের জায়গায় পাকিস্তানের নতুন অধিনায়ক শাহিন আফ্রিদি!
স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে থাকছেন না পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম। তার পরিবর্তে দলের নেতৃত্ব দিতে পারেন বাঁ-হাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। খবর ক্রিকেট পাকিস্তানের।
কয়েকটি গণমাধ্যমের বরাতে ক্রিকেট পাকিস্তানের প্রতিবেদনে বলা হয়েছে, হারুন রশিদের বাছাই কমিটি প্রায় পুরো দলে রদবদল আনতে যাচ্ছে। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানসহ বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়কে বসিয়ে জুনিয়দের মাঠে নামানোর কথা ভাবছে বাছাই কমিটি।

এতে অনেক জুনিয়র খেলোয়াড়রা খেলার সুযোগ পাবেন। একইসঙ্গে আগামী বছরের টি-টুয়েন্টি টিম বাছাইও সহজ হবে।
চলমান পাকিস্তান সুপার লিগে অসাধারণ খেলার জন্য আজম খান, ইমাদ ওয়াসিম, ইহসানুল্লাহ, সাইম আইয়ুব এবং ওসমান মিরকে নেওয়া হতে পারে এ সিরিজে।
এদিকে যৌথভাবে সিরিজের সময়সূচিতে সামান্য পরিবর্তন আনতে সম্মত হয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সিরিজ একদিন এগিয়ে আনা হয়েছে। অর্থাৎ আগামী ২৪ তারিখ থেকে শুরু হবে পাকিস্তান-আফগানিস্তান টি-টুয়েন্টি সিরিজ।
আফগানিস্তান-পাকিস্তান ম্যাচের সময়সূচি:
২৪ মার্চ: প্রথম টি-টুয়েন্টি (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত)
২৬ মার্চ: দ্বিতীয় টি-টুয়েন্টি (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত)
২৭ মার্চ: তৃতীয় টি-টুয়েন্টি (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত)
ফাইনালের গ্লাভস বিক্রির অর্থ যে মহৎ কাজে দান করলেন মার্টিনেজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



