স্পোর্টস ডেস্ক : শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচ চলাকালীন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমকে প্রেম প্রস্তাব দিলেন এক যুবতী। ২৩ সেপ্টেম্বর এই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকল করাচির ন্যাশনাল স্টেডিয়াম। এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। এর খানিকক্ষণ পরেই স্ট্যান্ডে ব্যানার হাতে ওই যুবতীকে দেখতে পাওয়া যায়। করাচির দর্শক ভর্তি স্টেডিয়ামে এসে সে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ককে প্রেম প্রস্তাব দেয়।
ওই ব্যানারে লেখা ছিল, ‘আমরা কী চিরকাল একে অপরের পার্টনার হতে পারি না?’ এই ভিডিয়োটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। আর সেটা চোখে পড়ার পর একজন ধারাভাষ্যকার আবার বলেন, ‘একমাত্র বাবরই এর জবাব দিতে পারবে।’
A girl in National Stadium Karachi wants long term collaboration with @babarazam258 #PAKvENG #Pakistan #BabarAzam𓃵 #BabarAzam #Babar pic.twitter.com/loA4rFlCOc
— muzamilasif (@muzamilasif4) September 23, 2022
তবে ম্যাচ শুরু হওয়ার আগেও ওই যুবতী যথেষ্ট আলোচনার কেন্দ্রে ছিল। সে জানিয়েছিল যে তার মা নাকি একজন বিবাহযোগ্য পুরুষ খুঁজছে। কিন্তু, পাত্রপক্ষের সামনে এসে দাঁড়াতে দাঁড়াতে সে রীতিমতো বিধ্বস্ত হয়ে গিয়েছে। ওই যুবতী আরও জানিয়েছে, যদি এই ব্যানারটি বাবরের চোখে পড়ে তাহলে তার মা খুবই খুশি হবে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel