স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারে শুরু থেকেই দ্যুতি ছড়াচ্ছেন বাবর আজম। পাকিস্তানের তারুণ্যনির্ভর দলটির নেতৃত্ব দিচ্ছেন তিনি। বাবরের পারফরম্যান্স ও অধিনায়কত্ব দুই-ই নজর কেড়েছে ক্রিকেটভক্তদের। অন্যদিকে বিরাট কোহলি ক্যারিয়ারের শুরু থেকেই ভারতীয় ক্রিকেট দলের হয়ে অনন্য কীর্তি গড়েছেন। তার নেতৃত্বে বহু ট্রফি বগলদাবা করেছে ভারত। সম্প্রতি তার ফর্ম খুব একটা ভালো যাচ্ছে না। এ কারণে নেতৃত্ব ছেড়ে দিয়েছেন।
কোহলি-বাবর সমকালের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত। তাদের মধ্যে সেরা কে এই প্রশ্নের উত্তর খুঁজছেন তাদের ভক্তরা।
২০১৫ সালে অভিষেকের পর থেকে পাকিস্তানের সেরা ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রমাণ করেছেন বাবর আজম। কোহলির রেকর্ড ভেঙে তিনি কম ম্যাচ খেলে টি-টোয়েন্টিতে এক হাজার, দুই হাজার ও আড়াই হাজার রান করেছেন। ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য অধিনায়কত্ব যে বোঝা নয় সেটি প্রমাণ করেছেন বাবর। ক্যারিয়ারের চূড়ায় আছেন তিনি।
এর পরও তাকে সেরা মানতে নারাজ মোহাম্মদ শামি। ভারতের এই পেসার মনে করেন, কোহলির সঙ্গে বাবরের তুলনা করার মতো সময় এখনও হয়নি। বাবর কোহলির সমকক্ষ নন। শুধু তাই নয়, বাবর আজমকে বর্তমান সময়ের আরও দুই ইনফর্মার ব্যাটার স্টিভ স্মিথ ও জো রুটের সঙ্গেও তুলনা করতে নারাজ শামি। বাবর নাকি তাদেরও সমকক্ষ নন। শামির ভাষ্য— বাবর যে বড়মাপের খেলোয়াড়, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তাই বলে তিনি স্মিথ, রুট কিংবা কোহলির সমকক্ষ নন।
সদ্য সমাপ্ত ২০২১ সালটা স্বপ্নের মতো কেটেছে বাবর আজমের৷ মাত্র ছয়টি ওয়ানডেতে ৬৭.৫০ গড়ে করেছেন ৪০৫ রান৷ হয়েছেন বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির বর্ষসেরা একদিনের ক্রিকেটারও৷ তবে শুধু গত বছরই নয়; বরং লম্বা সময় ধরেই ব্যাট হাতে আলো ছড়িয়ে যাচ্ছেন তিনি৷ অন্তত তার ক্যারিয়ারের পরিসংখ্যান দিচ্ছে সেটিরই ইঙ্গিত৷
পাকিস্তানের হয়ে বাবর আজম ৩৭টি টেস্টে ৪৩.১৭ গড়ে করেছেন ২৪৬১ রান। একদিনের ক্রিকেটে গড়টা আরও ঈর্ষণীয়, ৫৬.৯২! ক্ষুদ্রতম সংস্করণে ৪৫.১৭ গড়ে তার ব্যাট থেকে এসেছে ২৬২০ আন্তজার্তিক রান। তবে মোহাম্মদ শামি মনে করেন, নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণে বাবরকে পাড়ি দিতে হবে আরও অনেকটা পথ৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।