দিন কয়েক ধরে সংবাদের শিরোনাম ঢাকাই চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। অভিযোগ, স্বামীকে নিয়ে পারিবারিক সম্পত্তি দখলের চেষ্টা করছেন তিনি। এ নিয়ে পপির মা মরিয়ম বেগম ও বোন ফিরোজা পারভীন নানা ধরনের অভিযোগ এনেছেন নায়িকার বিরুদ্ধে। তার জবাবও দিয়েছেন পপি। জানালেন দাবিকৃত জমি তার উপার্জনে কেনা। কিন্তু বিষয়টি যেন একেবারেই মানতে নারাজ নায়িকার মা।
জানা গেছে, পারিবারিক বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে খুলনার শিববাড়ি এলাকায় পপির বাবার ১১ কাঠা জমি। অভিযোগ অনুযায়ী, এর মধ্যে ৫ কাঠা জমি আগে থেকেই নিজের নামে এখন লিখিয়ে নিয়েছেন পপি। এখন বাকি ৬ কাঠার মালিকানা পেতে মা, ভাই ও বোনদের চাপ দিচ্ছেন পপি।
পপি দাবি করেছিলেন, পুরো পরিবার তার উপার্জনে সারাজীবন চলেছে। বাবা ও চাচার কাছ থেকে সেই ৬ কাঠা জমি নিজের টাকা দিয়ে কিনেছেন পপি।
তারই জবাব হিসেবে মেয়ের বিরুদ্ধে ফের মুখ খুললেন মা মরিয়ম বেগম! তার দাবি, পুরো জায়গাটি ছিল তার শ্বশুরের। সে থেকেই পপির বাবা জায়গাটি পেয়েছেন। এর ফলে সেই জায়গার ভাগ রয়েছে পপির ভাইবোনেরও।
সেই জায়গা পপি একা ভোগ করতে পারবে না বলেও জানান মরিয়ম বেগম। সঙ্গে এও বলেন, এই জমি নিয়ে পপি শুধু একাই তাকে বিরক্ত করছেন।
মরিয়ম বেগমের কথায়, আমার আরও ৫ টা বাচ্চা আছে। আমার চার মেয়ে, দুই ছেলে। এখন এই দুই ছেলে ও চার মেয়ে- আমাকে কেউ ডিস্টার্ব করে না। শুধু পপিই ডিস্টার্ব করছে। আগে পপি এমন ছিল না, এখন ও তার হাজবেন্ডকে নিয়ে আমাদের হুমকি দিচ্ছে।
মরিয়ম বেগম বলেন, পপি তার মতো রোজগার করেছে, তার মতো সম্পত্তি কিনেছে। কিন্তু আমার পাঁচ সন্তানের যে জমি, সেটাও ও যুক্ত করে নিয়েছে। আমার জায়গার ওপরের বিদ্যুতের লাইন সে কেটে নিয়েছে। আমার ছেলেরা আমার সাথেই, কিন্তু পপি নেই। ওর বিয়ে হয়েছে, ওর স্বামী ওকে স্বীকৃতিও দেয়নি।
মরিয়ম বেগম বলেন, আপনাদের সবার কাছে সমাধান চাই। কারণ আমি টাকা, পয়সা ক্ষমতা- কোনোটার সাথেই আমি পারব না। আমরা যখন একসাথে ছিলাম, তখন আমাকে পপি দেখে নি। যখন থেকে সে ইনকাম শুরু করেছে, তখন থেকে সেই টাকা ব্যাংকে, সেই টাকা দিয়ে জমি কিনেছে। এই জমিটি লিখে নিয়েছে, আর পপি বলে আমি জমিটি ক্রয় করেছি। কিন্তু সে কেনে নি। আমরা পপির সাথে ছিলাম, একসঙ্গে খাইতাম। তখন ওরও টাকা খরচ হয়েছে, আমাদেরও টাকা খরচ হয়েছে। তার বদলে তার বাবাকে আটকে রেখে সম্পত্তি লিখে নিয়েছে পপি।
তবে অভিযোগ অস্বীকার করে জমি দখলের বিষয়ে পপি বলেন, আমার মা-বোন যে অভিযোগগুলো করছে, সবগুলো মিথ্যা ও বানোয়াট। তারা সত্য একটি বিষয়কে অসত্য বলে প্রমাণ করা চেষ্টা করছে।
পপি তার নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে বলেন, আমার আপন ভাই-বোন আমাকে একের পর এক নির্যাতন করেছে। তারা আমাকে শারীরিক নির্যাতন করতেও বাদ দেয়নি। আমার টাকা চুরি করে আমাকেই মারার পরিকল্পনা করেছিল তারা। এমনকি আমাকে খুন করে ফেলার জন্য খুনিকে টাকা দিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।