বিনোদন ডেস্ক : বর্ষীয়ান বলিউড অভিনেতা ঋষি কাপুর আজ (৩০ এপ্রিল) মারা গেছেন। বিকাল পাঁচটার দিকে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
ঋষি কাপুরকে শেষ বিদায় জানাতে পারেননি তার মেয়ে ঋদ্ধিমা। স্বামীর সঙ্গে দিল্লিতে থাকেন তিনি। করোনাভাইরাসের কারণে ভারতে লকডাউন থাকায় বিমান, ট্রেন বন্ধ। তাই বিশেষ অনুমতি নিয়ে সড়ক পথে রওনা হয়েছেন। কিন্তু শেষকৃত্যের আগে পৌঁছাতে পারেননি।
এদিকে বাবার সঙ্গে ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন ঋদ্ধিমা। ক্যাপশনে লিখেছেন, ‘পাপা, আমি তোমাকে ভালোবাসি, সবসময় ভালোবেসে যাব— শান্তিতে ঘুমাও আমার যোদ্ধা। তোমাকে প্রতিদিন মনে পড়বে। প্রতিদিন তোমার ফেস টাইম কলের কথা মনে পড়বে! তোমাকে শেষ বিদায় জানাতে উপস্থিত থাকতে পারলে খুশি হতাম। আবার আমাদের দেখা হওয়ার আগ পর্যন্ত আমি তোমাকে ভালোবেসে যাব, পাপা।’
২০১৮ সালে ঋষি কাপুরের লিউকেমিয়া ধরা পড়ে। এরপর প্রায় এক বছর নিউইয়র্ক চিকিৎসা নেন। দেশে ফিরলেও প্রায়ই নানা শারীরিক সমস্যায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। গতকাল (২৯ এপ্রিল) শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মুম্বাইয়ে স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকাল পৌনে নয়টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য এই অভিনেতা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



