ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে মার্কিন বাহিনীর আটকের পর প্রথমবারের মতো মুখ খুলেছেন তাঁর ছেলে নিকোলাস মাদুরো গুয়েরা। এক ভিডিও বার্তায় তিনি ভেনেজুয়েলার জনগণকে মার্কিন হস্তক্ষেপের বিরুদ্ধে রাজপথে নেমে আসার এবং প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বার্তায় ৩৫ বছর বয়সী গুয়েরা বলেন, “আপনারা আমাদের রাজপথে জনগণের পাশে দেখবেন। মর্যাদার পতাকা নিয়ে আমরা লড়াই চালিয়ে যাব। তারা আমাদের দুর্বল দেখতে চায়, কিন্তু আমরা মোটেই দুর্বল নই।” মাদুরোর এই ঘনিষ্ঠ সহযোগীদের বরাতে বার্তা সংস্থা এএফপি ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছে।
কারাকাসে অত্যন্ত সুরক্ষিত অবস্থায় থাকা সত্ত্বেও কীভাবে মার্কিন বাহিনী মাদুরোকে আটক করে নিয়ে গেল, তা নিয়ে বিশ্বজুড়ে নানা জল্পনা চলছে। অনেকেই ধারণা করছেন, প্রেসিডেন্টের ঘনিষ্ঠ কেউ যুক্তরাষ্ট্রের সাথে হাত মিলিয়েছেন। এ প্রসঙ্গে গুয়েরা বলেন, “ইতিহাসই বলে দেবে কারা বিশ্বাসঘাতক ছিল। খুব দ্রুতই তা সবার সামনে উন্মোচন হবে।”
বর্তমানে নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস নিউইয়র্কের ব্রুকলিনস্থ মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি রয়েছেন। মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে তাঁদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছে মার্কিন আদালত।
উল্লেখ্য, খোদ মাদুরোপুত্র গুয়েরার বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ রয়েছে। মার্কিন আদালতে তাঁকে ‘নিকোলাসিতো’ বা ‘রাজপুত্র’ নামে অভিহিত করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


