স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে আজ শনিবার তিউনিশিয়াকে হারিয়ে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। ১-০ গোলের এই জয় অজি ফুটবলের জন্য অনেক বড় ব্যাপার। কারণ ১২ বছর পর তারা বিশ্বকাপে কোনো জয় পেল। একমাত্র গোলটি করেছেন মিচেল ডিউক।
গ্যালারিতে বসে বাবার এই বীরত্ব দেখেছে ছয় বছর বয়সী ছেলে জ্যাকসন। তার উদযাপনও ছিল দেখার মতো।
স্মরণীয় এই গোল করে গ্যালারির দিকে ছুটতে থাকেন ডিউক। তখন তিনি আঙুল দিয়ে ছেলের নামের আদ্যক্ষর ইংরেজি ‘জে’ (J) অক্ষরটি দেখাচ্ছিলেন। গ্যালারিতে থাকা ছোট্ট জ্যাকসনও এ সময় তার দুই হাতের আঙুল দিয়ে একইভাবে উদযাপন করে। এরপর জ্যাকসনকে উড়ন্ত চুমু উপহার দেন ডিউক। জ্যাকসনের সঙ্গে তার বোন ক্লোয়ে এবং পরিবারের সদস্যরাও গ্যালারিতে ছিলেন।
ম্যাচের ২১তম মিনিটে বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রস ডি বক্সে পেয়ে গোলপোস্টকে পেছনের দিকে রেখে এবং না তাকিয়েই নিখুঁত হেডে গোলটি করেন ডিউক। এই নিয়ে জাতীয় দলের হয়ে তার গোল হলো ৯টি। ম্যাচ শেষে ডিউক বলেন, ‘গোলটি নিয়ে কিছু বলার ভাষা পাচ্ছি না। জীবনে সেরা অনুভূতি হচ্ছে। তবে এখনই উচ্ছ্বাসে ভেসে যেতে চাই না। ’
ফুটবল জাদুকর ম্যারাডোনার স্মরণে প্রতি বিশ্বকাপে একটি নির্দিষ্ট দিনের প্রস্তাব
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।