
জুমবাংলা ডেস্ক : গোপালগঞ্জে এক বিশ্ববিদ্যালয় ছাত্র গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ গাছের মগডাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহত অমিতোষ হালদার (২৬) ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৩য় বর্ষের ছাত্র ছিলেন। গতকাল বুধবার গভীর রাতে তিনি বাড়ির পাশে একটি মেহগনি গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানায়।
অমিতোষ গোপালগঞ্জ সদর উপজেলার পাটকেলবাড়ি গ্রামের গোপেন্দ্র হালদারের ছেলে। তার মায়ের নাম গিতা হালদার। দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট অমিতোষ হালদার। তার এই মৃত্যুকে কেউ মেনে নিতে পারছেন না। ফলে পরিবারসহ এলাকায় শোক বিরাজ করছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ওই ছাত্র গত এক মাস আগে ঢাকা থেকে বাড়িতে আসে। বাড়িতে এসে অনেকটা চুপচাপ থাকতেন। গতকাল বুধবার রাতে বাবা-মাকে ঘরের বাইরে থেকে তালাবদ্ধ করে দিয়ে তিনি গাছের ডালে দড়ি দিয়ে গলায় ফাঁস নেন। পুলিশ খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিয়ে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরে লাশ স্বজনদের কাছে বুঝে দেয়া হয়েছে। কী কারণে তিনি আত্মহত্যা করলেন তা এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


