আন্তর্জাতিক ডেস্ক : কভিড-১৯ মহামরির সময়ে সারা বিশ্বে স্থবিরতার মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানেও অচলাবস্থা বিরাজ করছে। এই কঠিন সময়ে মেক্সিকোয় স্কুল তৈরি করে আলোচনার জন্ম দিয়েছে দেশটির কুখ্যাত মাদক সম্রাট জোয়াকুইন গুজম্যান লোরিওয়র সন্তানরা। কুখ্যাত এই মাদক মাফিয়া এল চপো নামেই বেশি পরিচিত। মহামারির সময়ে পড়ালেখা বন্ধ থাকার এ সময়ে এলাকায় শিশুদের পড়ালেখা এগিয়ে নিতে এমন স্কুল তৈরির কথা জানা গেল।
এমন ব্যতিক্রমী ঘটনাটি ঘটেছে দেশটির সিনালোয়া প্রদেশে। এ অঞ্চলের মানুষরা স্কুল তৈরির সিদ্ধান্তে কিন্তু খুশি। সিনালোয়ার একজন প্রভাবশালী বাসিন্দা এসমেরাল্ডা কুইনানোজ বলেন, এল চপোর সন্তানরা তার সঙ্গে যোগাযোগ করে জিজ্ঞাসা করেছিল এই এলাকার জন্য সবচেয়ে কোন জিনিসটির বেশি প্রয়োজন। এরপর কয়েক দিনের জন্য অস্থায়ী স্কুল তৈরির প্রয়োজনের কথা বলা হলে স্কুল প্রতিষ্ঠা করে দেওয়া হয়। ওই বাসিন্দা আরো বলেন, ঈশ্বরকে ধন্যবাদ যে এল চপোর সন্তানরা এই বাজে পরিস্থিতির মধ্যেও প্রয়োজন অনুযায়ী সাড়া দিয়েছে।
স্কুল তৈরির মধ্যেই সীমাবদ্ধ নেই। স্কুলকে রীতিমতো সাজিয়ে তুলেছেন তারা। স্কুলে শিক্ষা উপকরণ, বই ও টেলিভিশন সরবরাহ করা হয়েছে। এর পাশাপাশি স্কুলের বাচ্চাদের জন্য পোশাকও সরবরাহ করা হবে জানা গেছে। তবে স্কুল তৈরি ও সাজিয়ে তোলার বিষয়টিকে ভালোভাবে নেয়নি দেশটির শিক্ষামন্ত্রী জুয়ান আলফানসো মেইজা। এই স্কুলটি কারা সাজিয়ে তুলেছে তার নেপথ্যের লোকদের খুঁজে বের করা হবে বলে হুঁশিয়ারি প্রদান করেছেন তিনি।
এল চপো মেক্সিকোসহ এ অঞ্চলের একজন কুখ্যাত মাদক মাফিয়া। মাদক চোরাচালানের দায়ে চপো বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কারাগারে আমৃত্যু বন্দিজীবন কাটাচ্ছেন। তার পথ অনুসরণ করে তার সন্তানরাও এ পথেই পা বাড়িয়েছে। তার সন্তানরা সিনালোয় অঞ্চলে ‘লস চ্যাপিটস’ নামের একটি গোষ্ঠী গড়ে তুলেছে এবং এখানে তারা নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িত। এবার তাদের স্কুল তৈরির মতো পদক্ষেপ বেশ আলোচনার জন্ম দিয়েছে। কিন্তু স্কুল তৈরির পর যে তারা তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের পথ ত্যাগ করেছেন, এমনটা নয়। স্কুল প্রতিষ্ঠার বিষয়ে চপোর সন্তানদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল আন্তর্জাতিক সংবাদমাধ্যমের পক্ষ থেকে। কিন্তু তাদের মন্তব্য নেওয়া সম্ভব হয়ে উঠেনি। সূত্র : রয়টার্স।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।