ঘটনাটি পাশের দেশ ভারতের। সেখানে, মুম্বাইয়ের একটি কলেজে আইন বিষয়ে পড়াশোনা করছেন এ বাবা-মেয়ে। মজার বিষয় হচ্ছে, ক্লাসের হিসাবে বাবা কিন্তু মেয়ের জুনিয়র।
গত বুধবার (৭ আগস্ট) হিউম্যানস অব বোম্বে নামে একটি ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে চমকপ্রদ এ ঘটনা।
বাবা-মেয়ের ছবিযুক্ত ওই পোস্টে মেয়ের ভাষ্যে জানানো হয়, বাবার ছোটবেলা থেকেই আইন বিষয়ে উচ্চশিক্ষা নেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু, কিন্তু আর্থিক সঙ্কটে সে আশা তখন পূরণ করা হয়নি। পরে একটি পরামর্শক প্রতিষ্ঠানে চাকরি শুরু করেন।
মেয়েটি জানায়, আইন বিষয়ে পড়া শুরুর পর থেকেই সে খেয়াল করে, তার কোর্সের ওপর বাবার বেশ আগ্রহ। রোজকার ক্লাস, সাবজেক্টসহ যা যা করতো, সব জানতে চাইতেন বাবা।
একসময় পরিবারের সবার মনে হয়, বাবার হাতে যেহেতু সময় আছে, তিনি আবার কলেজে ভর্তি হয়ে আইন পড়া শুরু করতে পারেন।
মেয়েটি বলে, বিশ্বাস করুন বা না করুন, এখন আমি ও বাবা একই কলেজে পড়ি। আর, তিনি কিন্তু আমার জুনিয়র। ফেসবুকে এ পোস্ট করার পরপরই সেটি দ্রুত ভাইরাল হয়ে যায়। বেশিরভাগ মানুষই তাদের এ উদ্যোগের প্রশংসা করেছেন। সূত্র : বাংলানিউজ২৪
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।