স্পোর্টস ডেস্ক : অবশেষে বহু জল্পনা-কল্পনা শেষে আইপিএলের আগে বড় সুখবর দিলেন ভারত জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক
বিরাট কোহলি। প্রথমবারের মতো সন্তানের সুখবর দিলেন বিরাট-আনুশকা দম্পতি।
Advertisement
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টগ্রামে একটি পোস্ট দিয়ে নিজেদের সংসারে আসা নতুন সদস্যের আগমন ঘোষণা করেন কোহলি। তিনি লেখেন, ‘এবং আমরা তিনজন হতে চলেছি, ২০২১ এ আসছেন তিনি’। কোহলির এই পোস্ট মুহূর্তের মধ্যে ভক্তদের মুগ্ধ করে ফেলেন। ছবির কমেন্ট বক্সে লাখো ভক্তের শুভেচ্ছা ও ভালোবাসা পান তারা।
২০১৭ সালের ১১-ই ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেন ভারত জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। জীবনসঙ্গিনী হিসেবে বেছে নেন ভারতীয় সিনেমা জগতের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মাকে। বিয়ের ৩ বছর পর ভক্তদের খুশির খবর দিলেন এই তারকা দম্পতি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।