বিনোদন ডেস্ক : গত বছর ডিসেম্বরে বিয়ে করেছিলেন কমেডিয়ান কপিল শর্মা। এক বছরের মাথায় সেই ডিসেম্বরেই আসতে চলেছে খুশির খবর।
কপিল ভক্তদের জন্য সুখবর। বাবা হতে চলেছেন কপিল শর্মা। চলতি বছর ডিসেম্বরেই সন্তানের জন্ম দেবেন স্ত্রী ছতরত। তার আগে স্ত্রীকে নিয়ে বেবিমুনে বেরিয়ে পড়লেন কপিল।
বুধবার রাতে দু’জনে মুম্বাই থেকে কানাডায় যান। বিমানবন্দরের বাইরে পাপারাৎজীরা তাঁদেরকে একসঙ্গে ফ্রেমবন্দি করেন। সেই ছবি পড়ে ভাইরাল হয়ে যায়।
কয়েকদিন ধরে কপিলের স্ত্রীর প্রেগন্যান্সির খবর নিয়ে জল্পনা ছড়ায়। এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি কপিল। সম্প্রতি একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে স্ত্রীর প্রেগন্যান্সির খবর স্বীকার করে নেন অভিনেতা। খবরটা শোনার পর থেকেই খুশিতে ডগমগ শর্মা পরিবার। সেই থেকে যতটা সম্ভব স্ত্রীর সঙ্গে সময় কাটাচ্ছেন কপিল। স্ত্রীর খেয়াল রাখছেন। কপিলের কথায়, প্রথম সন্তান আসতে চলেছে। তাই আমরা খুবই খুশি। আমার মা এই দিনটির অপেক্ষায় এতদিন বসে ছিল। মা ও সন্তান যাতে সুস্থ থাকে সেটাই কামনা করে চলেছি।
প্রথম সন্তানকে স্বাগত জানানোর প্রস্তুতি কবে থেকে শুরু করবেন? প্রশ্ন শুনে কমেডিয়ানের সরস জবাব, সন্তান ছেলে হবে না মেয়ে, সেটা না জেনে কী করে প্রস্তুতি নিই? মুচকি হেসে তিনি বলেন, যা প্রস্তুতি নেওয়ার বাড়ির লোকেরা নেবে। আমি এখন বাবা হওয়ার অনুভূতি উপভোগ করতে চাই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।