সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ যখন মা হতে চলেছেন ঠিক সে মুহূর্তে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে ‘বাবা হওয়া’ প্রসঙ্গে মন্তব্য করেছেন বলিউড মেগাস্টার সালমান খান। যে মন্তব্যে হতবাক হয়েছেন বলিউড অভিনেত্রী কাজল ও টুইঙ্কেল খান্না। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে প্রচারিত হয় কাজল ও টুইঙ্কেল খান্নার নতুন শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’। অ্যামাজন প্রাইমের এ শোয়ের প্রথম পর্বেই অংশ নেন অভিনেতা সালমান খান। সঙ্গে ছিলেন মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খানও।
কাজল ও টুইঙ্কেলের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে আমির ও সালমান নানা প্রসঙ্গে কথা বলেন। তবে সব প্রসঙ্গ ছাপিয়ে চার তারকার আড্ডায় দর্শক আগ্রহের কেন্দ্রে রয়েছেন সালমান। এ অনুষ্ঠানে সালমানের প্রেমের সম্পর্ক, বিয়ে ও সন্তান নিয়ে মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ার আলোচনায়।
‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’ অনুষ্ঠানে নানা আলাপচারিতার মধ্যে প্রেমে বিচ্ছেদ প্রসঙ্গ উঠলে সালমান সবার উদ্দেশে বিচ্ছেদের একটি কারণ জানান। বলেন, যখন সম্পর্কে থাকা জুটির একজন আরেকজনের চেয়ে দ্রুত এগিয়ে যায়, তখনই সম্পর্কের ভাঙন শুরু হয়। এ ভাঙন আসে অনিশ্চয়তা থেকে। সম্পর্ক টেকাতে তাই আমি মনে করি দুজনকে একসঙ্গে এগিয়ে যেতে হয়।
সাবেক প্রেমিকা প্রসঙ্গে এ অভিনেতা বলেন, কয়েকজনকে সম্পূর্ণ এড়িয়ে চলি। দৌড়ে পালিয়ে যাই। এটা অভদ্রতা নয় বরং যাতে অন্যের মনে পুরোনো সম্পর্কের ছায়া না পড়ে। তবে সব সাবেকই যে দূরে, তা নয়। সঙ্গীতা (বিজলানি) এখনও কাছের মানুষ। আমাদের পরিবারের মতো।
তবে তারকা আড্ডায় সালমান সবচেয়ে চমকপ্রদ যে মন্তব্য করেছেন সেটা হলো তার সন্তান নিয়ে। ৫৯ বছর বয়সী এ তারকা সন্তান প্রসঙ্গে বলেন, অনেক সাক্ষাৎকারেই বলেছি আমি সন্তান নিতে আগ্রহী। বাবা হতে চাই। খুব শিগগির সন্তানের বাবা হবো। দেখা যাক।
প্রসঙ্গত, সালমান খানের আপ কামিং সিনেমা ‘দ্য ব্যাটল অফ গালওয়ান’। ২০২০ সালে ভারত-চীন সীমান্তে হওয়া গালওয়ান সংর্ঘষের উপর ভিত্তি করে সিনেমাটি তৈরি হবে। এ সিনেমা দিয়েই বলিউডে বড় ঝড় তুলতে চান বলিউড ভাইজান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।