স্পোর্টস ডেস্ক : বাবা হলেন ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডে। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ভারতের তারকা অলরাউন্ডারের স্ত্রী নাতাশা। সোশ্যাল মিডিয়ায় পান্ডে নিজেই জানান তাঁর পিতা হওয়ার সুখবর। ইনস্টাগ্রাম ও টুইটারে হার্দিক লেখেন, ‘ঈশ্বর আমাদের পুত্র সন্তান দিয়ে আশীর্বাদ করেছেন।’
গত বছর বর্ষবরণের রাতে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সার্বিয়ান মডেল-অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে নিজের সম্পর্কের ইঙ্গিত দেন হার্দিক। ঠিক পরের দিনই অর্থাৎ, নববর্ষের দিন (১ জানুয়ারি) সকলকে চমকে দিয়ে নাতাশার সঙ্গে বাগদান সারেন পান্ডে।
চমকের অবশ্য এটাই শেষ ছিল না। গত ৩১ মে সোশ্যাল মিডিয়াতেই নাতাশার মা হতে চলার খবর জানান হার্দিক। সেইদিন প্রকাশ্যে আসে তাঁদের লুকিয়ে বিয়ে সেরে ফেলার খবরও।
লকডাউন পর্বে হার্দিকের সঙ্গে তাঁর বাড়িতেই ছিলেন নাতাশা। পান্ডে ও তাঁর পরিবারের সঙ্গে সময় কাটানোর বহু মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সার্বিয়ান অভিনেত্রী। নাতাশার সঙ্গে একান্তে সময় কাটানের একাধিক ছবি পোস্ট করেন পান্ডে। লকডাউনের মাঝে হার্দিকের বাড়িতে তারকা ক্রিকেটারের সঙ্গে বিয়ের অনুষ্ঠান সেরে ফেলেন নাতাশা।
We are blessed with our baby boy ❤️🙏🏾 pic.twitter.com/DN6s7aaZVE
— hardik pandya (@hardikpandya7) July 30, 2020
এবার সেই সোশ্যাল মিডিয়াতেই নিজের বাবা হওয়ার খুশি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন তারকা ক্রিকেটার। স্বাভাবিকভাবেই পিতা হওয়ার খবর জানানোর পর থেকে অভিনন্দনের বন্যায় ভাসছেন হার্দিক। নাতাশাকেও শুভেচ্ছা জানাতে ভোলেননি নেটিজেনরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।