স্পোর্টস ডেস্ক : দেশসেরা গলফার সিদ্দিকুর রহমানের বাবা মো. আফজাল হোসেন মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
গতকাল (বুধবার) রাত ৯টা ৩০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করে আফজাল হোসেন। মৃত্যুকালে স্ত্রী ও চার ছেলে রেখে গেছেন তিনি।
সিদ্দিকুরের পরিবারের ইচ্ছা ছিল তাকে মাদারীপুরের গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করার। কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে সিদ্ধান্ত বদলে মরহুমের মরদেহ ক্যান্টনমেন্ট সংলগ্ন দক্ষিণ মানিকদি কবরস্থানে দাফন করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।