স্পোর্টস ডেস্ক : জাতীয় নারী ক্রিকেট দলের অন্যতম সদস্য শারমিন আক্তার সুপ্তার বাবা সালাম সরকার আর নেই। শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।
বাবার অনুপ্রেরণাতেই সুপ্তার ক্রিকেটার হয়ে ওঠা। সুপ্তার বাবার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
জাতীয় দলের হয়ে শারমিন সুপ্তা খেলেছেন ২২টি ওয়ানডে, ১৪টি টি-টোয়েন্টি। মাত্র ১৫ বছর বয়সে ওয়ানডে অভিষেকেই চিনিয়েছিলেন নিজেকে। অভিষেক ম্যাচেই আয়ারল্যান্ডের বিপক্ষে উদযাপন করেছেন হাফ সেঞ্চুরি (৫২)।
তার ওই হাফ সেঞ্চুরিতে ভর করেই বাংলাদেশ নারী ক্রিকেট দল রচনা করে ইতিহাস। নারী ওয়ানডে মর্যাদা পেয়ে অভিষেক ম্যাচ জিতেছে ৮৪ রানে। সব মিলে ওয়ানডেতে তিন ফিফটি সুপ্তার।
২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কক্সবাজারে ৭৪ রানের ইনিংসটি তার ক্যারিয়ার সেরা। সে বছর বিশ্বকাপ বাছাই পর্বে কলোম্বোয় আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ উইনিং ৫২ রানের ইনিংসে বাংলাদেশকে দিয়েছেন উৎসবের উপলক্ষ। গত বছর অক্টোবর-নভেম্বরে পাকিস্তান সফরে খেলেছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।