বারবার সম্পর্কে জড়িয়ে আলোচনায় নেইমার, মাত্র ১৯ বছর বয়সেই হন বাবা

বারবার সম্পর্কে জড়িয়ে আলোচনায় নেইমার, মাত্র ১৯ বছর বয়সেই হন বাবা

মাত্র ১৯ বছর বয়সেই বাবা হন নেইমার

স্পোর্টস ডেস্ক : নেইমার ব্রাজিল ফুটবল দলের বড় তারকা। বিশ্বের সর্বসেরা খেলোয়াড়দের একজন হিসেবেও বিবেচিত হন তিনি। ক্যারিয়ারের মতো নেইমারের ব্যক্তিগত জীবনও থাকে আলোচনায়। বারবার তিনি সম্পর্কে জড়িয়েছেন। কাতার বিশ্বকাপ শেষ হওয়ার পরও তার নতুন সম্পর্কের গুঞ্জন রটেছিল।

বারবার সম্পর্কে জড়িয়ে আলোচনায় নেইমার, মাত্র ১৯ বছর বয়সেই হন বাবা

১৯ বছর বয়সে বাবা হয়েছিলেন নেইমার। তার ছেলের নাম দাভি লুক্কা। নেইমার ও তার সাবেক বান্ধবী ক্যারোলিনা দান্তাসের সন্তান দাভি। দাভি জন্মগ্রহণ করে ২০১১ সালে।

খেলার ব্যস্ত সময়সূচির ফাঁকে ছেলে দাভির সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন নেইমার। ফুটবল মাঠে প্রায় বাবার সঙ্গে দেখা যায় দাভিকে। ইনস্টাগ্রামে ছেলের সঙ্গে প্রায় মজার মজার ছবি ও ভিডিও প্রকাশ করেন নেইমার।

বদলে যাওয়ার ঘোষণা দিলেন নায়িকা পরীমনি