বারমুডা ট্রায়াঙ্গল কি আসলেই সবকিছু টেনে নেয়?

বারমুডা ট্রায়াঙ্গলে

বারমুডা ট্রায়াঙ্গলে অনেক রহস্যজনক ব্যাপার ঘটে বলে একটা কথা প্রচলিত আছে—অনেক জাহাজ হঠাৎ সমুদ্রের মাঝপথে স্রোতে ঘূর্ণিতে পড়ে ডুবে যায় বা ওই এলাকার আকাশপথে উড়ে যাওয়ার সময় রহস্যজনক ঘূর্ণিপাকে পড়ে কোনো উড়োজাহাজ কোথায় যেন হারিয়ে যায় ইত্যাদি।

বারমুডা ট্রায়াঙ্গলে

ভূতের গল্পর মতোই। শুনে গা শিউরে ওঠে। একধরনের মজা পাই। বারমুডা ট্রায়াঙ্গল হলো আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ–পূর্ব উপকূলের অদূরে আটলান্টিক মহাসাগরে ত্রিভুজাকৃতি রূপে চিহ্নিত একটি অঞ্চল।

এক প্রান্তে ফ্লোরিডার মিয়ামি, আরেক প্রান্তে পুয়েরটোরিকোর স্যান জুয়ান ও তৃতীয় প্রান্তে উত্তর অ্যাটলান্টিকের বারমুডা দ্বীপ। এই তিন প্রান্তের মধ্যে সীমাবদ্ধ এলাকাটিতেই নাকি ওই রহস্যজনক ঘটনা বারবার ঘটছে। তবে বিশেষজ্ঞরা অনেক খোঁজখবর নিয়ে নিশ্চিত হয়েছেন যে এর মধ্যে কোনো রহস্য নেই।

কিছু জাহাজডুবির ঘটনা আছে। হয়তো কখনো কোনো উড়োজাহাজ এই এলাকায় কোনো কারণে দুর্ঘটনায় পড়েছে। এসব ঘটনা ফুলিয়ে ফাঁপিয়ে অনেকে লেখালেখি শুরু করলে মুখে মুখে ছড়িয়ে পড়ে রহস্যের কথা।