আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ঝারখন্ড রাজ্যের ধানবাদের এলাকার এক পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একটি ভিডিওতে পশ্চিমবঙ্গের আসানসোলের একটি বারে এক নর্তকীর সঙ্গে তাকে নাচতে দেখা গেছে। এ ঘটনার প্রেক্ষিতে ওই পুলিশ কর্মকর্তাকে (ওসি) বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে। খবর : নিউজ এইটিন
ধানবাদের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) কুশল কিশোর সাংবাদিকদের জানিয়েছেন, ভিডিওটি প্রকাশিত হওয়ার পর সোমবার রাতে মুহুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দ কিশোর সিংকে বরখাস্ত করা হয়েছে। এরপর তাঁকে পুলিশ লাইনে পাঠানো হয়েছে।
এসএসপি কুশল কিশোর জানান, ডেপুটি পুলিশ সুপারের নেতৃত্বে চালানো প্রাথমিক তদন্তে ওই কর্মকর্তা দোষী সাব্যস্ত হয়েছেন। এরপরেই তাকে বরখাস্ত করা হয়েছে। এদিকে নন্দ কিশোর সিং সাংবাদিকদের জানান, তিনি প্রায় তিন বছর আগে আসানসোলে গিয়েছিলেন। সে সময় একটি বারে মেয়েটির (নর্তকীর) সঙ্গে নেচেছিলেন তিনি।
তিনি বলেন, মহুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে আসীন হওয়ার আগে ওই ঘটনাটি ঘটেছিল। বর্তমান অবস্থার সঙ্গে ওই ঘটনার কোনো সম্পর্ক নেই।
ভিডিওটি দেখুন :

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।