কুকুরের সঙ্গে ছবিতে দিয়ে নতুন বার্তা দিলেন পরীমনি

পরীমনি

পরীমনি

বিনোদন ডেস্ক : নানা চড়াই উৎরাই পেরিয়ে নায়িকা পরীমনি ব্যস্ত শুটিংয়ে। ক্যারিয়ারে বেশ কিছু আলোচিত সিনেমায় অভিনয় করেছেন। সন্ধান করছেন একটি ব্লকবাস্টার হিট সিনেমার। যা আজও অধরা। সেই স্বপ্নের পথ ধরে পরী বর্তমানে একাধিক প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

এদিকে শুক্রবার (২৪ ডিসেম্বর) ফেসবুকে তিনটি ছবি পোস্ট করেছেন পরীমনি। সেখানে তাকে সাদা রঙের শাড়ি পরা অবস্থায় দেখা গেছে। তার সঙ্গে ছিলো পোষা কুকুর।

ছবির ক্যাপশনে পরী দিয়েছেন ইতিবাচক বার্তা। লিখেছেন, ‘শেষ হয়ে গেছে বলে কেঁদো না। এটি ঘটে গেছে বলে হাসো।’ কুকুরের সঙ্গে এই ক্যাপশনের ছবিটি বেশ মনে ধরেছে পরীর ভক্ত-অনুসারীদের। তার প্রমাণ মিলে ছবিটিতে তাদের সক্রিয় অংশগ্রহণ। এই ছবিগুলোর পোস্টে ৭৩ হাজারেরও বেশি রিয়্যাক্ট পড়েছে।

প্রসঙ্গত, পরীমনি সম্প্রতি যুক্ত হন ওয়েব ফিল্ম ‘কাগজের বউ’-এ। চয়নিকা চৌধুরীর নির্মাণে এই সিরিজে পরী কাজ করবেন ইমন ও অভিনেতা ডিএ তায়েবের সঙ্গে। এছাড়াও এই নায়িকা কাজ করছেন ‘প্রীতিলতা’ সিনেমায়। হাতে আছে ‘গুনিন’- এর কাজ। মুক্তির অপেক্ষায় আছে তার ‘মুখোশ’ সিনেমাটি।