প্রথমার্ধের পরেই খেলার ফলাফল অনেকটাই নিশ্চিত। সৌদি আরবের জেদ্দায় বছরের প্রথম এল-ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ বলতে গেলে পাত্তাই পায়নি বার্সেলোনার সামনে। অনেকের মনেই উঁকি দিচ্ছিল সবশেষ ক্লাসিকোতে লস ব্লাঙ্কোসদের ৪-০ গোলের হার। কিন্তু দিনশেষে সেই ম্যাচের চেয়ে ১টা গোল বেশি হজম করতে হলো রিয়ালকে। এমনকি ১০ জনের বার্সেলোনার বিপক্ষে কামব্যাকটাও হয়নি তাদের।
স্প্যানিশ সুপারকোপার ফাইনালে বার্সেলোনার কাছে রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত হেরেছে ৫-২ গোলে। ম্যাচের শেষ ৪০ মিনিট ১ জন বেশি নিয়ে খেললেও সেটার সুবিধা আদায় করতেই পারেনি কার্লো আনচেলত্তির শিষ্যরা। শিষ্যদের এমন প্রদর্শনীতে ‘ভীষণ হতাশ’ ইতালিয়ান এই কোচ।
ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ এই কোচের মন্তব্য, ‘এটা বাজে একটি রাত। আমরা আমাদের সব সমর্থকদের মতোই হতাশ। আমাদের এটা আড়াল করা উচিত হবে না, এটাই ফুটবল। কখনো আমরা জিতব আবার কখনো হার থেকে আমাদের শিখতে হবে। আমাদের সামনে তাকাতে হবে।’
আনচেলত্তি স্বীকার করেই নিয়েছেন তার দল পরিকল্পনামাফিক খেলতে পারেনি, ‘আমরা খুব বাজেভাবে ডিফেন্ড করেছি। এটা খেলায় আমাদের ক্ষতির কারণ হয়েছে। তারা খুব সহজেই গোল পেয়ে গেছে। প্রচল চাপের মুখে আমরা ভালোভাবে রক্ষণ সামলাতে পারিনি।’
ম্যাচে প্রচুর ডুয়েল হারতে হয়েছে রিয়ালকে। তা নিয়েও হতাশা শোনা গেল রিয়াল মাদ্রিদের কোচের মুখে। তার ভাষ্য অনুযায়ী, প্রথমার্ধে ফুটবলই খেলেনি রিয়াল মাদ্রিদ– ‘বিরতির সময় আমি বলেছি যে, আমাদের ফুটবল খেলার চেষ্টা করা উচিত। কারণ, প্রথমার্ধে আমরা ফুটবলই খেলিনি। লং বল খেলেছি, কিন্তু সেটা আমাদের পরিকল্পনা ছিল না। আমরা যেভাবে খেলতে চেয়েছি, সেভাবে খেলতে পারিনি। আমি তাদের বলেছি তারা হারতে পারে কিন্তু প্রথমার্ধে আমরা যে ফুটবল খেলেছি, সেভাবে খেলে নয়।’
ম্যাচে বার্সেলোনার হয়ে রাফায়েল রাফিনিয়া জোড়া এবং একটি করে গোল করেন রবার্ট লেভান্ডফস্কি, লামিনে ইয়ামাল ও আলেহান্দ্রো বাল্দে। বিপরীতে কিলিয়ান এমবাপে ও রদ্রিগো গোয়েস একটি করে গোলে রিয়ালের হয়ে ব্যবধান কমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।