স্পোর্টস ডেস্ক : নিয়মিত একাদশের অনেককেই ছিলেন বার্সেলোনার নিয়মিত একাদশের বাইরে। তবুও কাতালান ক্লাবটিতে দুর্বল হিসেবে পেলে না ইন্টার মিলান। গ্রুপ পর্বে নিজেদের বাঁচা-মরার ম্যাচটিতে হেরে গিয়ে এবারের চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেল ইতালিয়ান ক্লাবটি।
নিজেদের মাঠে সোমবার রাতে ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচটিতে মেসিহীন বার্সেলোনার কাছে ২-১ গোলে হারে ইন্টার। ১-১ গোলে প্রধমার্ধের খেলা শেষ হওয়া লড়াটিতে পার্থক্য গড়ে দেন অতিথি দলের টিনএজার অনসু ফাতি। দল দুটির মধ্যকার প্রথম দেখায়ও ইন্টারকে ২-১ গোলে হারিয়েছিল এরনেস্তো ভালভেরদের দল।
এই হারে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ থেকেই ছিটকে গেল ইন্টার। বার্সেলোনাকে হারাতে পারলেই শেষ ষোলো নিশ্চিত হতো তাদের। ছয় ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে দলটির পয়েন্ট ৭। ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের রানার্স-আপ দল হিসেবে স্লাভিয়া প্রাগকে ২-১ গোলে হারানো বরুসিয়া ডর্টমুন্ড।
ইন্টারের বিপক্ষে বার্সেলোনা দলে ছিলেন না ছন্দে থাকা মেসি। শুরুর একাদশে ছিলেন না সুয়ারেস। এরপরও দলটিকে ঘরের মাঠে পেয়েও জয় নিশ্চিত করতে পারল না সেরি আর ক্লাবটি।
ম্যাচের ২৩তম মিনিটে বার্সেলোনাকে এগিয়ে নেন পেরেস। ডি-বক্সের মাঝামাঝি থেকে বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন স্প্যানিশ এই উইঙ্গার। বিরতিতে যাওয়ার এক মিনিট আগে খেলায় সমতা ফেরায় ইন্টার।
দ্বিতীয়ার্ধে বার্সেলোনার ওপর তেমন চাপ তৈরী করতে পারেনি ইন্টার। বরং ম্যাচের নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার চার মিনিট আগে ম্যাচে পার্থক্য গড়ে দেন অনসু ফাতি। বদলি নামা সুয়ারেসের পাস থেকে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে গোলটি করেন ১৭ বছর বয়সী এই উইঙ্গার। এর মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ডটি নিজের করে নিলেন গিনি বিসাউয়ের এই ফুটবলার।
এই জয়ে আগেই নক-আউট ও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিশ্চিত হওয়া বার্সেলোনা অপরাজিত থেকেই গ্রুপ পর্ব শেষ করল। ছয় ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে দলটির পয়েন্ট ১৪।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।