বার্সার বিপক্ষে ফাইনাল বর্জনের গুঞ্জন রিয়ালের!

Advertisement এর আগেও অনেকবার রেফারিদের নিয়ে অভিযোগ করেছে রিয়াল মাদ্রিদ। তবে এবার শুধু অভিযোগেই সীমাবদ্ধ থামেনি লস ব্লাঙ্কোসরা। কোপা দেল রের ফাইনালের আগে নির্ধারিত অনুশীলন বাতিল করেছে। এমনকি ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনেও যোগ দেয়নি দলটির কেউ। এতে গুঞ্জন উঠেছিল, ফাইনালে অংশ নেবে না রিয়াল। তবে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, রেফারি নিয়ে অভিযোগ থাকলেও … Continue reading বার্সার বিপক্ষে ফাইনাল বর্জনের গুঞ্জন রিয়ালের!