স্পোর্টস ডেস্ক : চলতি সিজনের দলবদলে পিএসজি থেকে নেইমারকে বার্সায় নেয়ার বহু চেষ্টা করেছেন বার্সা সভাপতি। কিন্তু পিএসজির মালিকের একগুঁয়েমির কারণে আর সেটা হয় নি। আগে বার্সা বিমুখ থাকলেও এখন নেইমার বার্সায় ফিরতে উন্মুখ। নেইমারের এমন পরিবর্তনের পেছনে নাকি মেসিই আছেন। মেসি নাকি নেইমারকে বলেছেন, ‘আবার চ্যাম্পিয়নস লিগ জিততে হলে আমাদের আবার এক হতে হবে, তাহলেই শুধু পারব। দুই বছর পর আমি চলে যাব। তখন তুমি আমার জায়গা নিতে পারবে।’
সম্প্রতি ফ্রান্সের একটি পত্রিকা দাবি করেছে, তাদের হাতে মেসি-নেইমারের ফাঁস হওয়া কথোপকথন আছে। সেখানেই নাকি মেসি এই কথা বলেছেন। পত্রিকাটি আরো দাবি করছে, ২০২০-২১ মৌসুম শেষেই নাকি মেসি বার্সাকে ছেড়ে চলে যাবেন। তবে ইউরোপের অন্য কোনো ক্লাবে খেলবেন না মেসি, তিনি ফিরবেন জন্মভূমি আর্জেন্টিনার কোনো ক্লাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।