স্পোর্টস ডেস্ক : বার্সেলোনায় যোগ দেয়া নিয়ে এখনও সুখবর দেননি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি। এদিকে ন্যু ক্যাম্প ছাড়ার ঘোষণা দিয়েছেন মেসির ঘনিষ্ঠ জর্দি আলবা। আলবা ছাড়াও বার্সা ছাড়তে চেয়েছেন বর্তমান অধিনায়ক সার্জিও বুস্কেটস। এই দুই জায়গায় অ্যাঞ্জেল ডি মারিয়া এবং লিয়েন্দ্রো পেরেদেসকে নেয়ার অনুরোধ করেছেন মেসি। খবর ভারতীয় সংবাদমাধ্যম স্পোর্টসকিডার।
আগামী জুন মাসে পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হবে। তারপরে তিনি কোন ক্লাবে যোগ বেন, সেটি এখনও জানা যায়নি। তবে বার্সেলোনা, সৌদি আরবের ক্লাব আল-হিলাল, যুক্তরাষ্ট্রের মিয়ামিসহ বেশ কয়েকটি ক্লাব থেকে মেসিকে দলে টানার বিষয়ে খবর প্রকাশিত হয়েছে।
এরইমধ্যে ভারতীয় সংবাদমাধ্যম স্পোর্টসকিডা ভেনেজুয়েলান দৈনিক এল ন্যাসিওনালের বরাত দিয়ে জানিয়েছে, বার্সেলোনায় দুইজনকে যুক্ত করার বিষয়ে অনুরোধ করেছেন মেসি। তারা হলেন: অ্যাঞ্জেল ডি মারিয়া এবং লিয়েন্দ্রো পেরেদেস।
এদিকে বার্সাকে মেসির এই অনুরোধের সূত্র ধরে অনেকেই ধারণা করছেন, পিএসজি অধ্যায় শেষ করে আর্জেন্টাইন তারকা হয়তো ক্যাম্প ন্যুতে ফিরছেন। তবে সেজন্য সময়ের অপেক্ষা করা ছাড়া উপায় নেই। সংবাদমাধ্যমগুলোতে বলা হচ্ছে, মেসি হয়তো বার্সায় ফিরতে চান। তাই নিজের সতীর্থদের ক্লাবটিতে ভেড়ানোর চেষ্টা করছেন।
ডি মারিয়া বর্তমান মৌসুম শেষে য়্যুভেন্তাস ছাড়তে চান। রিয়াল মাদ্রিদের সাবেক এই উইঙ্গার অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে না থাকার সিদ্ধান্ত অনেক আগেই জানিয়ে দিয়েছেন। ক্লাবটিতে ৩৮টি গোলের পাশাপাশি ৭টি অ্যাসিস্ট করেছেন ডি মারিয়া।
অন্যদিকে পিএসজি থেকে ধারে ওল্ড লেডিতে যাওয়া পেরেদেস আর ফরাসি ক্লাবটিতে ফিরতে চান না। যেহেতু পার্ক দেস প্রিন্সেসে মেসি থাকবেন না, সেহেতু পেরেদেসও সেখানে থাকতে চান না। তবে শেষ পর্যন্ত কার গন্তব্য কোথায় গিয়ে শেষ হয়, সেটিই এখন সময়ের অপেক্ষা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।