স্পোর্টস ডেস্ক: ব্রাজিলিয়ান তরুণ স্ট্রাইকার ভিতর রোকির মধ্যে ব্রাজিলিয়ানরা দেখছেন রোনালদো ফেনোমেননের ছায়া। ‘অরিজিনাল রোনালদো’ বা ‘দ্য ফেনোমেনন’ নামে পরিচিত এই কিংবদন্তি বার্সেলোনায় খেলেছিলেন এক মৌসুম। আর তাতেই দারুণ পারফরম্যান্স দেখিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন। এবার রোনালদোর উত্তরসূরি ভিতর রকিও হাঁটলেন একই পথে।
যুব কোপা আমেরিকায় নিজের জাত চিনিয়েছিলেন তরুণ ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিতর রকি। এরপর অ্যাথলেটিকো পারানেন্সের এই ১৮ বছর বয়সী তারকা ব্রাজিলের ঘরোয়া ফুটবলে রীতিমতো আলোড়ন তুলেছেন। খ্যাতিও পেয়েছেন ‘নতুন রোনালদো’ নামে।
দলবদলের বাজারেও ‘নতুন রোনালদো’কে নিয়ে আগ্রহের সীমা নেই ক্লাবগুলোর। তবে সবাইকে টেক্কা দিয়েছে বার্সেলোনা। লা লিগার জায়ান্ট ক্লাবটিতে খেলার জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন রকি। বার্সেলোনার কাছে তাকে বেচতে সম্মত হয়েছে অ্যাথলেটিক পারানেন্স।
৩০ মিলিয়ন ইউরোর বিনিময়ে এই ব্রাজিলিয়ান তরুণ তুর্কিকে দলে ভেড়াচ্ছে বার্সেলোনা। তবে শর্তসাপেক্ষে এই ফি আরও ৩০ মিলিয়ন পর্যন্ত বাড়তে পারে। ভবিষ্যতে রকি যদি ব্যালন ডি’অর জিততে পারে, তবে পারানেন্সের অ্যাকাউন্টে এই অতিরিক্ত ৩০ মিলিয়ন ইউরো জমা দিতে হবে কাতালান জায়ান্টদের।
দলবদলের নির্ভরযোগ্য সূত্র ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, ছয় বছরের চুক্তিতে ২০২৪ সালের জানুয়ারিতে বার্সেলোনায় যোগ দেবেন তিনি। আপাতত রকি তার বর্তমান ক্লাবের হয়েই মাঠ মাতাবেন। দুই ক্লাবের মধ্যে এরই মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র স্বাক্ষর হয়ে গেছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা কবে আসবে তা জানা যায়নি।
এই চুক্তিটি বার্সেলোনাকে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। দিন দুয়েক আগে রিয়াল মাদ্রিদ ১৮ বছর বয়সী আর্দা গুলারকে দলে ভেড়ায়। বার্সেলোনার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন ফেনেরবাচের এই তরুণ মিডফিল্ডার। কিন্তু বার্সেলোনাকে টেক্কা দিয়ে তাকে দলে ভেড়ায় রিয়াল। চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, বায়ার্ন মিউনিখ ও প্যারিস সেইন্ট জার্মেইয়ের মতো দলকে টেক্কা দিয়ে রকিকে দলে ভেড়াচ্ছে বার্সা।
যাদের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, পরবর্তী ম্যাচগুলো কবে, কখন, কোথায়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।