স্পোর্টস ডেস্ক : বার্সার জয়রথ যেন থামছেই না। শেষ সাত ম্যাচে করেছে ২৯ গোল। চ্যাম্পিয়নস লিগে গতরাতেও রেড স্টার বেলগ্রেডকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। এ নিয়ে টুর্নামেন্টটিতে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।
সার্বিয়ার বেলগ্রেডের রাইকো মিতিচ স্টেডিয়ামে বুধবার (৬ নভেম্বর) রাতের ম্যাচটি ৫-২ গোলে জিতেছে বার্সেলোনা। জোড়া গোল করেন রবার্ত লেভানদোস্কি। একবার করে বল জালে জড়ান রাফিনিয়া, ইনিও মার্তিনেস ও ফের্মিন লোপেজ।
ম্যাচের তৃতীয় মিনিটে বার্সেলোনার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল পায়নি রেড স্টাররা।
তবে সার্বিয়ান দলটি এগিয়ে যেতে না পারলেও বার্সেলোনা ঠিকই লিড নেয় ১৩তম মিনিটে। রাফিনিয়ার ফ্রি কিক থেকে হেডে দলকে এগিয়ে দেন ইনিও মার্তিনেজ। তবে লিড নিয়ে খুব বেশি সময় ধরে রাখতে পারেনি বার্সা। ২৭তম মিনিটে সিলাস এমভুমপার গোলে সমতায় ফিরে রেড স্টার।
তবে শুরুর দিকে কিছুটা গুটিয়ে থাকলেও বিরতির আগে ঠিকই স্বরূপে ফিরে গোল আদায় করে নেয় বার্সেলোনা। ৪৩তম মিনিটে রাফিনিয়ার কাছ থেকে পাওয়া বলে বার্সেলোনাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন লেভানদোস্কি।
বিরতির পরে আরো বেশি আক্রমানাত্নক রূপে ফিরে হ্যান্সি ফ্লিকের দল। ৫৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান লেভানদোস্কি। ডান দিক থেকে কুন্দের পাস দূরের পোস্টে পেয়ে জালে ঠেলে দেন তিনি।
দুই মিনিট পর স্কোরলাইন ৪-১ করে ফেলেন রাফিনিয়া। এই গোলেও সহায়তা করেন কুন্দে।
এএফপি
চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার হয়ে প্রথম ১০ ম্যাচে জালের দেখা না পাওয়া রাফিনিয়া প্রতিযোগিতাটিতে সবশেষ ৬ ম্যাচে করলেন ৮ গোল, সবগুলোই গত এপ্রিল থেকে।
৭৪তম মিনিটে ফেরমিন লোপেজ রেড স্টারের কপিনে শেষ পেরেকটি ঢুকে দেন। ৮৪তম মিনিটে মিলসনের সৌজন্যে আরেকটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত ৫-২ গোলের জয় পায় বার্সেলোনা।
চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে উঠেছে বার্সেলোনা। সব ম্যাচ হেরে ৩৬ দলের মধ্যে ৩৫ নম্বরে আছে বেলগ্রেড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।