জুমবাংলা ডেস্ক : আইনজীবী তালিকাভুক্তকরণ (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য আগামী ২৬ ফেব্রুয়ারি মৌখিক (ভাইবা) পরীক্ষা গ্রহণের তারিখ ঠিক করেছেন বাংলাদেশ বার কাউন্সিল। বার কাউন্সিলের ভারপ্রাপ্ত সচিব আফজাল উর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালে অনুষ্ঠিত অ্যানরোলমেন্ট লিখিত পরীক্ষায় গত ১৫ ফেব্রুয়ারি প্রকাশিত ফলাফলে ২৫৩৯ জন উত্তীর্ণ প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। তাদের জন্য এ বিজ্ঞপ্তি কার্যকর হবে বলে জানানো হয়েছে।
জানা যায়, ২৬ ফেব্রুয়ারি রেগুলার প্রার্থীদের এনরোলমেন্ট মৌখিক পরীক্ষা শুরু হবে। অংশগ্রহণকারীদের অনেকেই জানতে চেয়েছেন শবে বরাতের ছুটিতেই ভাইবার তারিখ নির্ধারণ করে ওদেরকে একটু অপ্রস্তুতির মধ্যে ফেলেছেন। কেননা সারারাত এবাদত বন্দেগীর পর পরপরই তাদেরকে বার কাউন্সিল নির্ধারিত ভাইবা পরীক্ষার সম্মুখীন হতে হবে। যা তাদের জন্য স্বস্তিদায়ক নয়। সংশ্লিষ্ট সকল মহলের মন্তব্য হলো যে ভাইবার তারিখ কমপক্ষে একদিন পরে দেওয়া যেতে পারত। তাহলে অংশগ্রহণকারী সকলেই স্বস্তি অনুভব করতো।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণের পর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। আর ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট জেলা আদালতে আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করার সুযোগ পান।
এ বিষয়ে বার কাউন্সিল এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান এডভোকেট মো. মোখলেসুর রহমান বাদল বলেন, ভাইবার তারিখ নির্ধারণের ক্ষেত্রে তাদের কোন ভূমিকা নেই। আপিল বিভাগের বিচারপতিরাই এনরোলমেন্ট কমিটির মাধ্যমে পরীক্ষার তারিখ নির্ধারণ করেন। যদিও তারা বার কাউন্সিলের নির্বাচিত প্রতিনিধি তবুও তাদের সঙ্গে এ বিষয়ে কোন আলোচনা করা হয় না যা তাদের জন্য বিব্রত কর।
বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান বলেন, এন্ডরোলমেন্ট কমিটির নির্ধারিত তারিখেই ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে। তা অপরিবর্তিত থাকবে।
এ বিষয়ে বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, যারা এই তারিখে ভাইবা পরীক্ষা দিতে আসতে পারবে না প্রয়োজনে তাদের পরে পরীক্ষা নেওয়া হবে তারা দরখাস্ত দিলে। পরীক্ষা দ্রুত শেষ করার জন্য আমরা চেষ্টা করছি তিন মাসের মধ্যে পরীক্ষা শেষ করতে চেয়েছি ইতিমধ্যে ৯ তারিখে কোট বন্ধ হয়ে যাবে। তাই আমরা ৫ তারিখের মধ্যেই ভাইবা শেষ করতে চাই নতুবা মে মাসের আগে আর পরীক্ষা নেওয়া যাবে না। সবদিক বিবেচনা করেই দ্রুত পরীক্ষা শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।
ভাষাকে শক্তিশালী করতে অর্থনীতিকে সমৃদ্ধ করতে হবে: গোলটেবিল বৈঠকে বক্তারা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।