জুমবাংলা ডেস্ক : আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে বার কাউন্সিল পরীক্ষা ২০২৫-এর প্রথম ধাপ, অর্থাৎ এমসিকিউ পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে দেশের হাজারো আইন শিক্ষার্থী তাদের পেশাগত যাত্রার প্রথম ধাপে পা রাখতে যাচ্ছেন।
পরীক্ষার সময় ও পরীক্ষার্থীর সংখ্যা
আজ ২৫ এপ্রিল শুক্রবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হবে। এবার পরীক্ষার্থীর সংখ্যা মোট ৪০ হাজার ৬২৭ জন।
Table of Contents
প্রবেশপত্র সংগ্রহের সময়সীমা
গত ১৬ এপ্রিল থেকে অনলাইনে পরীক্ষার্থীরা প্রবেশপত্র সংগ্রহ করতে পারছেন। আজ ২৫ এপ্রিল বেলা ২টা পর্যন্ত অনলাইনে প্রবেশপত্র সংগ্রহ করার সুযোগ রয়েছে।
আগের পরীক্ষার সময়কাল
এর আগে সর্বশেষ বার কাউন্সিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে।
আইনজীবী হওয়ার ধাপসমূহ
একজন আইনের শিক্ষার্থীকে আইনজীবী হতে হলে ডিগ্রি অর্জনের পর বার কাউন্সিল পরীক্ষা ২০২৫-এর তিনটি ধাপে (এমসিকিউ, লিখিত ও মৌখিক) উত্তীর্ণ হতে হয়। এরপর জেলা আইনজীবী সমিতির সদস্য হয়ে আইন পেশায় প্রবেশ করেন।
আরও পড়ুন: ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা
বার কাউন্সিল পরীক্ষা ২০২৫ আজ শুক্রবার শুরু হয়েছে এমসিকিউ ধাপের মাধ্যমে। এক ঘণ্টার এ পরীক্ষায় অংশ নিচ্ছেন ৪০ হাজারেরও বেশি পরীক্ষার্থী। পরবর্তী ধাপগুলোতে উত্তীর্ণ হয়ে তারা দেশের বিচারব্যবস্থায় অংশ নিতে প্রস্তুত হবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।