জুমবাংলা ডেস্ক : ভ্রমণ আগ্রহীদের অন্যতম গন্তব্য ইন্দোনেশিয়ার বালি। পাহাড়-সমুদ্র-ঐতিহ্য সংস্কৃতি মিলিয়ে প্রতি বছর হাজারো পর্যটক সেখানে ভিড় করেন। বালিতে ভ্রমণের পাশাপাশি যেসব পর্যটক ওখানে থাকতে আগ্রহী তাদের জন্য নতুন ভিসা সুবিধা নিয়ে আসছে দক্ষিণ এশিয়ার দেশটি।
ইয়াহু ফাইন্যান্সের খবর অনুসারে, অর্থনীতিকে শক্তিশালী করার জন্য বিদেশী ধনী নাগরিকদের আকর্ষণের দৌড়ে প্রবেশ করেছে ইন্দোনেশিয়া। নিজেদের ব্যাংক হিসাবে ১ লাখ ৩০ হাজার ডলার থাকলেই ১০ বছর মেয়াদি বালিতে থাকার ভিসা পাবেন বিদেশী পর্যটকরা।
সম্প্রতি বালি ভিসা সম্পর্কিত এ নতুন নিয়ম জারি করা হয়। সেখানে পাঁচ বছর ও ১০ বছরের ‘সেকেন্ড হোম ভিসা’ চালুর কথা বলা হয়েছে। যেসব পর্যটকের ব্যাংক অ্যাকাউন্টে কমপক্ষে ১ লাখ ৩০ হাজার ডলার রয়েছে, তারা এ ভিসার জন্য আবেদন করতে পারবেন। নতুন নিয়ম জারি হওয়ার ৬০ দিন পর বিষয়টি কার্যকর হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।