রবিবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এরআগে বিকেল সাড়ে ৫টার দিকে ধুনট-সোনাহাটা সড়কের খোকশাহাটা ইটভাটা এলাকায় বালুবাহি ট্রাকের সাথে মোটরসাইকেলে ধাক্কা লেগে শামীম, ফারাইজুল ও ওয়াসিম আহত হন।
থানা সূত্রে জানা গেছে, শামীম হোসেন, ফারাইজুল ইসলাম ও ওয়াসিম কান্তনগর এলাকায় একটি ইট ভাটায় শ্রমিকের কাজ করে। রবিবার বিকাল ৫টার দিকে কাজ শেষে ইটভাটা থেকে শামীম হোসেন, ওয়াসিম হোসেন ও ফারাইজুল ইসলাম একই মোটরসাইকেলে চড়ে বাড়ির দিকে রওনা হয়। পথিমধ্যে খোকটাহাটা ইটভাটা এলাকায় সামনের দিক থেকে আসা বালুবাহি ট্রাকের ধাক্কায় শামীম, ওয়াসিম ও ফারাইজুল আহত হয়। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শামীম ও ফারাইজুলের মৃত্যু হয়।
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) রিপন মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতদের মৃতদেহ আইনী প্রক্রিয়া শেষে তাদের স্বজনদের কাছে হস্তন্তর করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।