জুমবাংলা ডেস্ক : পিরোজপুরের কাউখালীতে বাল্যবিয়ের আয়োজন পণ্ড করে অভিযুক্ত বরের ৭ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা এ কারাদণ্ডাদেশ দেন।
জানা গেছে, শনিবার রাতে কাউখালী উপজেলার চিরাপারা পারসাতুরিয়া ইউনিয়নের নিলতি গ্রামের আলামিন খানের ছেলে রাহাত খান (১৮)-এর সঙ্গে পার্শ্ববর্তী জেলা বাগেরহাটের সপ্তম শ্রেণির এক কিশোরীকে বিয়ের আয়োজন করে উভয় পরিবার। বরের বাড়িতে এ বিয়ের আয়োজন চলার সময় কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযোগ পেয়ে বিয়ে বাড়িতে উপস্থিতি হয়ে তাৎক্ষণিক বাল্যবিবাহ বন্ধ করে দেন।
এ সময় বিয়ের বর রাহাত খানকে পুলিশ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত বরের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে জেলহাজতে পাঠানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বর ও কনে উভয়পক্ষই তাদের ভুল বুঝতে পেরেছেন। বাল্যবিয়ে বন্ধ করে বরের ৭ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
সেই সঙ্গে উভয়পক্ষ অঙ্গীকার করেন যে বিবাহের বয়স না হওয়া পর্যন্ত ছেলে ও মেয়েকে কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ করবেন না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।