কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বাসের চাপায় আয়নাল হক (৩৮) নামে এক চা বিক্রেতার প্রাণহানি হয়েছে। শনিবার (২৭ জুলাই) সকাল ৮টায় উপজেলার ব্রাক মোড়ের ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়নাল হক উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
এলাকাবাসী ও নিহতের চাচা আমির হোসেন জানান, আয়নাল হক উপজেলা পরিষদ গেট সংলগ্ন একটি দোকানে চা বিক্রি করেন। তিনি প্রতিদিন সকালে হাঁটতে বের হন। প্রতিদিনের মতো শনিবার সকালে হাঁটতে বের হলে ঢাকা থেকে কুড়িগ্রাম হয়ে ফুলবাড়ী গামী খাজা পরিবহনের একটি বাস উপজেলার ব্রাক মোড়ের ব্রিজেই আয়নালকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় আয়নাল হককে প্রথমে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে রংপুর নেওয়ার পথে মারা যান আয়নাল হক।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী জুমবাংলাকে জানান, ঘাতক বাসটি আটক করে থানায় আনা হয়েছে তবে চালক পলাতক রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।