স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের বাসায় চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম সোহেল রানা (২০)।

শনিবার (৭ মার্চ) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা কাফরুল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) এমদাদুল হক জানান, ৪ মার্চ বিকালে বিজয় রাকিন সিটিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার পল্লবীর বাসা থেকে চুরি যাওয়া ১৩ ভরি সোনা, ১২ আনা ডায়মন্ড ও ১৬ ভরি ইমিটেশনের গহনা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সোহেল রানা রাকিন সিটিতে ফায়ার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন বলে জানিয়েছেন তিনি। সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সোহেলের অন্য সহযোগীদের গ্রেফতার ও বাকি মালামাল উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তদন্তকারী কর্মকর্তা এমদাদুল হক।
প্রসঙ্গত, গত ২০ ফেব্রুয়ারি মিরপুরের বিজয় রাকিন সিটিতে মিরাজের বাসায় চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় কাফরুল থানায় একটি মামলা করা হয়। ওই মামলায় সোহেল রানাকে গ্রেফতার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


