বাসায় ঢুকে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ অটোরিক্সা চালকের

জুমবাংলা ডেস্ক: শেরপুরে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক অটোরিক্সা চালকের বিরুদ্ধে। গতকাল (১ মে) দুপুরে শ্রীবরদী উপজেলায় এ ঘটনা ঘটে।

স্বজনদের অভিযোগ, বাড়িতে একা থাকার সুযোগে প্রতিবেশি উজ্জল মিয়া মেয়েটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা বাড়ি ফিরলে ঘটনাটি জানাজানি হয়।

মেয়েটিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেছেন স্বজনরা।

এ ঘটনায় শ্রীবরদী থানায় একটি ধর্ষণ মামলা করেন নির্যাতিতার বাবা। অভিযুক্ত উজ্জলকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।