গাজীপুর প্রতিনিধি: মোহাম্মদপুরে নানার বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি সৈয়দ নাফিজ হাসান বর্ণ (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী। বর্ণ টঙ্গী পাইলট স্কুল এন্ড কলেজের ইন্টারমিডিয়েটের ছাত্র। সে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার মধ্য আউচপাড়ার সৈয়দ মাহমুদুল হাসানের পুত্র। তার গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সুজাবাদ এলাকায়।

বর্ণর বাবা সৈয়দ মাহমুদুল হাসান বলেন, আমার ছেলে ১৮ জুলাই তারিখে দুপুর ১২টা ২০ মিনিটের দিকে মোহাম্মদপুরে নানার বাড়িতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। কিন্তু সে আর ফিরে আসেনি। আত্মীয় স্বজন, গ্রামের বাড়িতে এবং আশেপাশে খোঁজ করেও তার কোনও সন্ধান পাইনি।
তিনি আরও জানান, বাসা থেকে বের হওয়ার সময় সৈয়দ নাফিজ হাসান বর্ণের পরনে ছিল আকাশি রঙের ফুলশার্ট এবং নীল রঙের জিন্স প্যান্ট। তার গায়ের রং ফর্সা। তার উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, চুল খাটো।
এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরি নং-৮১৯।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।