বাসিন্দাদের অবিলম্বে খারসন ছাড়তে বলল রাশিয়া

রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে হামলা চালিয়ে দখলে নেওয়া খারসন অঞ্চলের বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া। আলজাজিরা জানিয়েছে, খারসন পুনরুদ্ধারে ইউক্রেনীয় বাহিনীর জোরালো আক্রমণে বাসিন্দাদের সরে যেতে বলেছে মস্কো।

রুশ কর্তৃপক্ষ দাবি করেছে, খারসনে ভবিষ্যতে আরও উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে। ইউক্রেনীয় বাহিনী খারসনের শহরসহ ওই অঞ্চলে ‘সন্ত্রাসী হামলা’র ছক কষছে বলেও দাবি করা হয়েছে।

এ পরিস্থিতিতে বেসামরিক নাগরিকদের রুশ নিয়ন্ত্রিত অঞ্চলের আরও ভেতরের দিকে চলে যাওয়ার অনুরোধ করেছে মস্কো।
রাশিয়া
রুশ কর্মকর্তা কিরিল স্ট্রিমাসভ বলেছেন, খারসন থেকে এ পর্যন্ত অন্তত ২৫ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে। তার দাবি, তারা স্বেচ্ছায় চলে গেছে।

খারসন থেকে ৬০ হাজার মানুষকে পর্যায়ক্রমে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিল ক্রেমলিন সমর্থিত নেতা ভ্লাদিমির সালদো। সম্প্রতি তিনি বলেছেন, বেসামরিকদের নদীপথে সরিয়ে নেওয়া হবে।

রুশ কর্তৃপক্ষের এসব দাবি মেনে নেয়নি পশ্চিমা দেশগুলো। খারসনের বাসিন্দাদের জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমা নেতারা।
সূত্র: আলজাজিরা

প্লাটিলেটের পরিবর্তে দেওয়া হলো ফলের জুস! অতঃপর